বেসরকারি টেলিভিশন স্টেশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ সোমবার রিমান্ডের আদেশ দেন। রোববার গ্রেপ্তার সাথীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, তদন্তে জানা গেছে, নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উসকানিমূলক বক্তব্য ও প্রচার চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার এমন কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর গুলিবর্ষণে আসাদুল হক বাবু নিহত হন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সাথী দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে সাবেক সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখান করেছেন। অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
রোববার গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অগাস্ট যাত্রাবাড়ীর পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জয়নাল আবেদীনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।
সোমবার, ১৮ আগস্ট ২০২৫
বেসরকারি টেলিভিশন স্টেশন মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম জিয়া উদ্দিন আহমেদ সোমবার রিমান্ডের আদেশ দেন। রোববার গ্রেপ্তার সাথীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান।
রিমান্ড আবেদনে বলা হয়েছে, তদন্তে জানা গেছে, নাসির উদ্দিন সাথী মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে উসকানিমূলক বক্তব্য ও প্রচার চালিয়ে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার এমন কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী, রাজনৈতিক নেতা, কর্মী ও আইনশৃঙ্খলাবাহিনীর গুলিবর্ষণে আসাদুল হক বাবু নিহত হন।
তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা সাথী দলীয় এবং ব্যক্তিগত স্বার্থে সাবেক সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখান করেছেন। অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও রহস্য উদঘাটনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।
রোববার গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৫ অগাস্ট যাত্রাবাড়ীর পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের গুলিতে তিনি আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা জয়নাল আবেদীনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়েছে। নাসির উদ্দিন সাথী ২২ নম্বর আসামি এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নম্বর আসামি।