জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম ফাহমিনা খন্দকার আন্না এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী বলেন, তদন্ত কর্মকর্তা আখতার মোর্শেদ গত সোমবার শওকত মাহমুদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত শুনানি নিয়ে তার মধ্যে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সেদিন শুনানিতে শওকত মাহমুদকে আদালতে হাজির করা হয়।
রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মার্জিন, হারুনুর রশীদ ও কাইয়ুম হোসেন নয়ন বক্তব্য দেন। অন্যদিকে শওকত মাহমুদের আইনজীবী শফিউজ্জামান রিমান্ড আবেদন বাতিল করে তার জামিন চান।
সরকার ‘উৎখাতের ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত রোববার শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় এর আগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরদিন শওকত মাহমুদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আখতার মোর্শেদ। সেদিন মামলার মূলনথি না থাকায় রিমান্ড শুনানি হয়নি এবং আদালত বৃহস্পতিবার শুনানির দিন ঠিক করে তাকে কারাগারে পাঠান।
রিমান্ড আবেদনে চারটি কারণ উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা। এতে বলা হয়, শওকত মাহমুদসহ আরও অজ্ঞাতনামা আসামিরা এনায়েত করিম চৌধুরীর সঙ্গে যোগসাজশে বিভিন্ন সময়ে দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে জনমনে আতঙ্ক তৈরির কার্যক্রম চালিয়েছেন। বর্তমান সরকারকে উৎখাতের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, উচ্চপদস্থ ব্যক্তি ও ব্যবসায়ীদের সঙ্গে গোপনে সভা-সমাবেশ ও পরামর্শ করেছেন।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অন্যান্য আসামির সঙ্গে যোগসাজশ করে শওকত মাহমুদ একটি প্রভাবশালী রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চান। কোন কোন দল বা সংগঠনের সঙ্গে তিনি গোপনে ‘শলাপরামর্শ’ করেছেন—এ তথ্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
গত ২০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে প্রাডো গাড়িতে ঘোরাঘুরির সময় এনায়েত করিমকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে হেফাজতে নেওয়া হয় এবং পরে সন্ত্রাসবিরোধী আইনে রমনা মডেল থানায় মামলা করা হয়।
১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রে যাওয়া এবং ২০০৪ সালে মার্কিন পাসপোর্ট পাওয়া এনায়েত করিম সম্পর্কে পুলিশের দাবি, তিনি ৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে বাংলাদেশে আসেন একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে ‘অন্তবর্তীকালীন সরকারকে উৎখাতের পরিকল্পনা বাস্তবায়নে’।
এনায়েতকে গ্রেপ্তারের পর একই মামলায় জাতীয় পার্টির রওশনপন্থি অংশের মহাসচিব কাজী মো. মামুনূর রশীদসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রীয় পটপরিবর্তনের পর চলতি বছরের ২৫ এপ্রিল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে, যার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এর আগে ২০২৩ সালের ২১ মার্চ শওকত মাহমুদকে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।