সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

উত্তরা পশ্চিম থানায়iর সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় জেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার ইন্সপেক্টর মুনিরুজ্জামান ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। প্রসিকিউশন পুলিশের এসআই শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে উত্তরা বিভাগের উপ কমিশনার শাহরিয়ার আলী সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর কথা জানান। তিনি বলেন, মামলাটি দায়ের করা হয়েছে এবং সেই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং অন্যদের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

এই মামলায় আনিস আলমগীর ছাড়াও আরও তিনজনকে আসামি করা হয়েছে। তারা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ। তাদের বিরুদ্ধেও তদন্ত করছে পুলিশ।

ঘটনার সূত্রপাত হয় রোববার রাতে। গোয়েন্দা পুলিশের একটি দল রাত ৮টার পর সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়, তারা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট করার ষড়যন্ত্রে জড়িত এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দিচ্ছেন। এই অভিযোগের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের আওতায় মামলা নথিভুক্ত করা হয় বলে পুলিশ জানায়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করলেও তার অনুসারীরা দেশের ভেতরে বিভিন্ন কৌশলে অবস্থান করে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অভিযোগে বলা হয়, আসামিরা আগে থেকেই আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে যুক্ত এবং গত বছরের ৫ আগস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টকশোতে নিষিদ্ধ সংগঠনকে ফিরিয়ে আনার পক্ষে প্রপাগান্ডা চালিয়ে আসছেন।

আরও বলা হয়, রোববার রাত সাড়ে ৮টার দিকে আরিয়ান আহমেদ উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের একটি বাসায় অবস্থানকালে মোবাইলে দেখতে পান, আসামিরা ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। এসব পোস্টের কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অনুপ্রাণিত হয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষ্যে রাষ্ট্রবিরোধী অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সমসাময়িক রাজনীতি ও নানা ইস্যুতে বিভিন্ন টেলিভিশন টকশোতে দেওয়া তার বক্তব্যের কারণে তিনি সম্প্রতি আলোচনার পাশাপাশি সমালোচনার মুখে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্ট নিয়েও কয়েকদিন ধরে আলোচনা-সমালোচনা চলছিল।

‘মিডিয়া’ : আরও খবর

» সন্ত্রাসবিরোধী আইনের মামলা: সাংবাদিক আনিস আলমগীর পাঁচ দিনের রিমান্ডে

» সাবেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদকে ডিবির হেফাজতে

» রাজধানীতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অফিসের বিবৃতি প্রকাশ

সম্প্রতি