প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা এ জোটের সদস্য রাষ্ট্রগুলো শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ হামলার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বলেছে, “গত রাতে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)। এ ধরনের সংঘাত ও ভীতি প্রদর্শন অগ্রহণযোগ্য এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারের উপর আঘাত।”
এছাড়া, সংগঠনটি আরো বলেছে, “সব গণমাধ্যমকর্মীর নিরাপত্তা নিশ্চিত এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের ভয়হীন থেকে কাজ করার সুযোগ অবশ্যই থাকতে হবে। আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে এবং উন্মুক্ত ও তথ্য সমৃদ্ধ সমাজের জন্য তাদের সুরক্ষা অপরিহার্য।”
উল্লেখ্য, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিশ্বব্যাপী কাজ করা ৫১ দেশের জোট হলো মিডিয়া ফ্রিডম কোয়ালিশন। ২০১৯ সালে কানাডায় প্রতিষ্ঠিত এই মোর্চার বর্তমান কো-চেয়ার হিসেবে রয়েছে জার্মানি এবং ফিনল্যান্ড। বাংলাদেশে দূতাবাস থাকা কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য এই যৌথ বিবৃতি দিয়েছে।
এদিকে, ঢাকায় দুই সংবাদমাধ্যমের কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছে ভারতের ‘প্রেস ক্লাব, কলকাতা’। শুক্রবার সংগঠনের বিবৃতিতে বলা হয়, “ঢাকায় একাধিক সংবাদ প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রেস ক্লাব কলকাতা গভীর উদ্বেগ প্রকাশ করছে।” বাংলাদেশের সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।