ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দেশের শীর্ষ দুটি দৈনিক পত্রিকা প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয়জনকে গ্রেপ্তার করেছে। এর মাধ্যমে এ ঘটনায় মোট গ্রেপ্তারকের সংখ্যা ২৮ এ পৌঁছেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
সর্বশেষ গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন: নোয়াখালীর আব্দুর রহমান (৩০), রংপুরের মো: জান্নাতুল নাঈম (২১), চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ (২৪), শরীয়তপুরের ক্বারী মুয়াজ বিন আব্দুল রহমান (৩৩), নোয়াখালীর জুবায়ের হোসাইন (২১), ময়মনসিংহর মো: আলমাস আলী (২৯), ঢাকার জুলফিকার আলী সৌরভ (২২), ভোলার নিয়াজ মাহমুদ ফারহান ও রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম (২২)।
এ ঘটনায় জড়িত হিসেবে পুলিশ গত সোমবার পর্যন্ত ৩১ জনকে শনাক্ত করার কথা জানায়। এর মধ্যে ১৯ জনকে সেদিন গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানানো হয়েছিল। ওই গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন লুটপাট এবং ৪ জন সরাসরি হামলার সঙ্গে জড়িত বলে দাবি করা হয়।
গত বৃহস্পতিবার রাতে একদল লোক সংগঠিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে সন্ত্রাসী হামলা চালায়। তারা দীর্ঘ সময় ধরে ভবন দুটিতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। ঘটনাস্থলে আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও তারা বাধা দেয়। একই রাতে ছায়ানট ভবনেও হামলা ও অগ্নিসংযোগ করা হয়। পরদিন শুক্রবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় গত রোববার রাতে প্রথম আলো পত্রিকার পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন, সাইবার সুরক্ষা অধ্যাদেশ, হত্যাচেষ্টাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারা যুক্ত করা হয়। এ মামলায় ৪০০ থেকে ৫০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সারাদেশ: মোংলায় চোলাই মদসহ স্বামী স্ত্রী আটক
বিজ্ঞান ও প্রযুক্তি: টানা দ্বিতীয়বার দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ডের স্বীকৃতি পেল শাওমি