অবশেষে ঘোষণা হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়।
জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ২৮টি বিভাগে ৩০ চলচ্চিত্র, শিল্পী ও কলাকুশলীর এ তালিকা প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে দেখা গেছে, এবার সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে ‘সাঁতাও’। আর সেরা নির্মাতার পুরস্কারটি ঝুলিতে নিয়েছেন খন্দকার সুমন। অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল এবং সেরা শব্দগ্রাহক হিসেবে পাচ্ছেন একই সিনেমার জন্য সুজন মাহমুদ। এ নিয়ে সিনেমাটি মোট চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।
এদিকে, শ্রেষ্ঠ অভিনেতার গৌরব অর্জন করেছেন ‘সুড়ঙ্গ’ অভিনেতা আফরান নিশো।
এদিকে, এবার যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু। দু’জনেই প্রয়াত।
আর, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে পুরস্কার পাচ্ছেন সেরা পার্শ্ব অভিনেতা মনির আহম্মেদ শাকিল (সুড়ঙ্গ), সেরা পার্শ্ব অভিনেত্রী নাজিয়া হক অর্ষা (ওরা সাত জন), সেরা অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে আশীষ খন্দকার (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে শহীদুজ্জামান সেলিম (সুড়ঙ্গ), সেরা শিশুশিল্পী মো. লিয়ন (আম কাঁঠালের ছুটি) এবং শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার আরিফ হাসান (আম কাঁঠালের ছুটি)।
সেরা সংগীত পরিচালক ইমন চৌধুরী (অ্যাডভেঞ্চার অব সুন্দরবন), সেরা নৃত্য পরিচালক হাবিবুর রহমান (লাল শাড়ি), সেরা গায়ক বালাম (ও প্রিয়তমা, ‘প্রিয়তমা’); সেরা গায়িকা অবন্তী সিঁথি (এ গাঁ ছুঁয়ে বলো, ‘সুড়ঙ্গ’); সেরা গীতিকার সোমেশ্বর অলি (ঈশ্বর ‘প্রিয়তমা’) এবং সেরা সুরকার প্রিন্স মাহমুদ (ঈশ্বর, ‘প্রিয়তমা’)।
সেরা কাহিনিকার ফারুক হোসেন (প্রিয়তমা), সেরা চিত্রনাট্যকার নিয়ামুল মুক্তা (রক্তজবা), যুগ্মভাবে সেরা সংলাপ রচয়িতা রায়হান রাফী ও সৈয়দ নাজিম উদ দৌলা (সুড়ঙ্গ)।
সেরা সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ (ওরা সাত জন), সেরা শিল্প নির্দেশক শহীদুল ইসলাম (সুড়ঙ্গ), সেরা চিত্রগ্রাহক সুমন কুমার সরকার (সুড়ঙ্গ), সেরা পোশাক ও সাজসজ্জা বীথি আফরীন (সুড়ঙ্গ) এবং সেরা মেকআপম্যান সবুজ (প্রিয়তমা)।
সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চৈত্রালী সমদ্দারের ‘মরিয়ম’, সেরা প্রামাণ্যচিত্র এলিজা বিনতে এলাহীর ‘লীলাবতী নাগ: দ্য রেবেল’।
প্রসঙ্গত, জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর তালিকা চূড়ান্ত ছিলো অনেকদিন আগেই। কিন্তু নির্বাচনের আগে সেটি আদৌ প্রকাশ হবে কি না, সেটা নিয়ে ছিলো যথেষ্ট সন্দেহ।
আন্তর্জাতিক: কলকাতার গুদামে অগ্নিকাণ্ড, ২১টি দেহাংশ উদ্ধার
আন্তর্জাতিক: বঙ্গোপসাগরে যৌথ সামরিক মহড়া করছে ভারত-রাশিয়া