বণার্ঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা, মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। ৮ মার্চ সোমবার দুপুরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপুর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি। আনন্দ শোভাযাত্রাটি প্রেসক্লাব থেকে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রেসক্লাব মিলনায়তনে বর্ষপুর্তির কেক কাটেন প্রতিমন্ত্রী শরীফ আহমদ ও সিটি মেয়র ইকরামুল হক টিটু। এসময় ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ অন্যরা। পরে দিনব্যাপী মিষ্টিমুখ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা