স্থায়ী সদস্য এস. এম. শওকত হোসেন আর নেই

বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
নিজস্ব বার্তা পরিবেশক

জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও বাংলাদেশ খবরের সিনিয়র রিপোর্টার এস. এম. শওকত হোসেন (শওকত রেজা) আর নেই। বুধবার রাত নয়টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলেসহ আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বৃহস্পতিবার বাদ যোহর মিরপুর মাজার রোডের বায়তুল আমান জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে ক্লাবের এস. এম. শওকত হোসেন-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সম্প্রতি