ছবি: সংগৃহীত
নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) পঁচিশ বছর পেরোন সদস্য সংবাদপত্রগুলোকে সম্মননা প্রদানের আয়োজন করেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নোয়াব।
আগামীকাল বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় এ সম্মননা অনুষ্ঠান ঢাকা ক্লাবের স্যামসন এইচ চেীধুরী সেন্টারের এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
নানা চড়াই-উৎরাই পেরিয়ে অন্তত পঁচিশ বছর প্রকশনা অব্যাহত রাখা দৈনিক সংবাদ, ইত্তেফাক, আজাদী, পূর্বাঞ্চল, করতোয়া, পূর্বকোণ, ইনকিলাব, ভোরের কাগজ, জনকণ্ঠ, দি ডেইলি স্টার এবং দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে এ সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৈাধুরী এমপি। অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্তী ড. হাসান মাহমুদ এমপি। এতে নোয়াব সদস্য, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনীতিবীদ, শিক্ষাবিদ, কবি-লেখক, রাষ্ট্রদূত, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্তিত থাকবেন।
২০০৪ সালে যাত্রা করে দেশের সংবাদপত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০১৫ সালে বাণিজ্য সংগঠন হিসেবে নিবন্ধিত হয় নোয়াব। এরপর থেকে সদস্য পত্রিকাগুলোর কর্তৃপক্ষের অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময়ের পথচলায় দেশের সংবাদপত্রের প্রতিনিধিত্বমূলক সংগঠনে পরিণত হয়।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            ছবি: সংগৃহীত
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) পঁচিশ বছর পেরোন সদস্য সংবাদপত্রগুলোকে সম্মননা প্রদানের আয়োজন করেছে।
মঙ্গলবার (২৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে নোয়াব।
আগামীকাল বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টায় এ সম্মননা অনুষ্ঠান ঢাকা ক্লাবের স্যামসন এইচ চেীধুরী সেন্টারের এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে।
নানা চড়াই-উৎরাই পেরিয়ে অন্তত পঁচিশ বছর প্রকশনা অব্যাহত রাখা দৈনিক সংবাদ, ইত্তেফাক, আজাদী, পূর্বাঞ্চল, করতোয়া, পূর্বকোণ, ইনকিলাব, ভোরের কাগজ, জনকণ্ঠ, দি ডেইলি স্টার এবং দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসকে এ সম্মাননা দেওয়া হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৈাধুরী এমপি। অনুষ্ঠানের বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্তী ড. হাসান মাহমুদ এমপি। এতে নোয়াব সদস্য, সম্পাদক, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনীতিবীদ, শিক্ষাবিদ, কবি-লেখক, রাষ্ট্রদূত, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধিরা আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্তিত থাকবেন।
২০০৪ সালে যাত্রা করে দেশের সংবাদপত্র শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ২০১৫ সালে বাণিজ্য সংগঠন হিসেবে নিবন্ধিত হয় নোয়াব। এরপর থেকে সদস্য পত্রিকাগুলোর কর্তৃপক্ষের অংশগ্রহণে দেড় দশকেরও বেশি সময়ের পথচলায় দেশের সংবাদপত্রের প্রতিনিধিত্বমূলক সংগঠনে পরিণত হয়।