ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন নির্বাচনে সভাপতি-মামুনুর রশিদ, সম্পাদক-আলমগীর

প্রচার ও প্রকাশনা সম্পাদক-সাইফ বাবলু

বুধবার, ১৩ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিবেদক

https://sangbad.net.bd/images/2022/April/13Apr22/news/43.jpg

ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি পদে ডেইলি অবজারভারের ক্রাইম চিফ মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক পদে দৈনিক সময়ের আলোর চিফ রিপোর্টার আলমগীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সংবাদের ক্রাইম রিপোর্টার সাইফ বাবলু নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১২ এপ্রিল ২০২২) রাজধানীর একটি রেস্তোঁরায় এ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভোট গননা শেষে ডিজাব নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। এরপর ডিজাবের উদ্যোগে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হলেন।

https://sangbad.net.bd/images/2022/April/13Apr22/news/32.jpg

দুই বছর মেয়াদে ১৩ সদস্য বিশিষ্ট ডিজাব নির্বাহী কমিটির অন্যন্য পদে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন- সহ সভাপতি পদে মুহা. জাহাঙ্গীর আলম-, যুগ্ম সম্পাদক ত‌রিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক জামাল উ‌দ্দিন, সাংগঠনিক সম্পাদক আহ‌মেদ উল্লাহ, দফতর সম্পাদক ইসমাইল হোসেন ইমু, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল হো‌সেন তালুকদার এবং তিনজন নির্বাহী সদস্য যথাক্রমে- মাসুদ ক‌রিম, মিরাজ মিজু ও আলী আসিফ শাওন।

ডিজাব নির্বাচন পরিচালনায় আরো উপস্থিত ছিলেন অপর দুজন নির্বাচন কমিশনার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সস্পাদক আকতার হোসেন ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু।

ডিজাবের বিদায়ী সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে নির্বাচন ও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ ইবনে জায়েদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাবৃন্দ, আইএসপিআর’র উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিআরইউ’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিবসহ ডিজাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সম্প্রতি