আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গত ১১ মে প্যালেস্টাইনের জেনিন শহরে শরণার্থী শিবিরে অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) ও সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব)।
শুক্রবার (১৩ মে) এক বিবৃতিতে ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক একেএম মঈনউদ্দিন আলজাজিরার সাংবাদিক শিরিন হত্যাকান্ডের সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে খুনির শাস্তি দাবি করেন। ইমক্যাবের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ এক বিবৃতিতে জানান, এমন সহিংস মরণঘাতী কর্মকান্ড চরম মানবতাবিরোধী কাজের জন্য আমরা নিন্দা ও ধিক্কার জানাই।
উল্লেখ্য, ৫১ বছর বয়সী প্যালেস্টাইনি বংশোদ্ভূত এ মার্কিন নাগরিক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় গত ২৬ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। প্যালেস্টাইনিদের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক। যখনই অবরুদ্ধ প্যালেস্টাইনে ইহুদিবাদীরা অভিযানের নামে বর্বরতা চালাত, তখনই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তেন শিরিন।
শুক্রবার, ১৩ মে ২০২২
আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে গত ১১ মে প্যালেস্টাইনের জেনিন শহরে শরণার্থী শিবিরে অভিযানের সংবাদ সংগ্রহ করার সময় মাথায় গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এ ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে কূটনীতিক প্রতিবেদকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) ও সংগঠন ‘ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ইমক্যাব)।
শুক্রবার (১৩ মে) এক বিবৃতিতে ডিক্যাবের সভাপতি রেজাউল করিম লোটাস এবং সাধারণ সম্পাদক একেএম মঈনউদ্দিন আলজাজিরার সাংবাদিক শিরিন হত্যাকান্ডের সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে খুনির শাস্তি দাবি করেন। ইমক্যাবের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ এক বিবৃতিতে জানান, এমন সহিংস মরণঘাতী কর্মকান্ড চরম মানবতাবিরোধী কাজের জন্য আমরা নিন্দা ও ধিক্কার জানাই।
উল্লেখ্য, ৫১ বছর বয়সী প্যালেস্টাইনি বংশোদ্ভূত এ মার্কিন নাগরিক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় গত ২৬ বছর ধরে সাংবাদিকতা করে আসছেন। প্যালেস্টাইনিদের কাছে তিনি ছিলেন এক নির্ভরতার প্রতীক। যখনই অবরুদ্ধ প্যালেস্টাইনে ইহুদিবাদীরা অভিযানের নামে বর্বরতা চালাত, তখনই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়তেন শিরিন।