ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নানামুখি কার্যক্রমের সংবাদ, ঘোষণা, পরিকল্পনা প্রকাশ ও এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য নাগরিকদের মাঝে তুলে ধরতে ‘নগরবার্তা’ নামে একটি ত্রৈমাসিক প্রকাশনা প্রকাশ করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এই প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়েছে।
সিটি মেয়র মোঃ ইকরামুল হক টিটু গত বৃহস্পতিবার বিকেলে সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে বিশিষ্ট নাগরিকদের উপস্থিতিতে এ মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নানামুখি কর্মকান্ডকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নগরবার্তা। তাছাড়া ইতিহাস সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে নগরবার্তা। মেয়র আরও বলেন, ‘আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এ দায়বদ্ধতাকে আরও জোরালো করবে সিটি কর্পোরেশনের এই ত্রৈমাসিক প্রকাশনা।’ এ সময় মেয়র এ প্রকাশনাকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার ও অন্যন্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মতিউর আলমসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ ও বিশিষ্ট নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।
অর্থ-বাণিজ্য: জনগণ ভ্যাট দিলেও ‘অনেক সময়’ সরকার পায় না: অর্থ উপদেষ্টা
অর্থ-বাণিজ্য: সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৫৩৩ কোটি
অর্থ-বাণিজ্য: ৩১ ব্যাংক-এনবিএফআইয়ের নিরীক্ষকের মতামতে বিএসইসির উদ্বেগ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ ব্যাংকে ই-নথি চালু হলো
অর্থ-বাণিজ্য: নিট মুনাফা না হলে ব্যাংকের কর্মীরা উৎসাহ বোনাস পাবেন না