image

প্রেস কাউন্সিল পদক পেলেন সংবাদের প্রয়াত সম্পাদক বজলুর রহমান

মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০২২
সংবাদ অনলাইন রিপোর্ট

‘বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২’ পেয়েছেন দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক, বরেণ্য ও প্রথিতযশা সাংবাদিক বজলুর রহমান।

তিনি আজীবন সম্মাননা (মরণোত্তর) ক্যাটাগরিতে এই পদক পেয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে তথ্য ভবনে বাংলাদেশ প্রেস কাউন্সিল এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘প্রেস কাউন্সিল পদক ২০২২’ প্রদান অনুষ্ঠানে এ পদক প্রদান করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

পদক হিসেবে পঞ্চাশ হাজার টাকার চেক, একটি সনদপত্র ও একটি ক্রেস্ট প্রদান করা হয়।

পদকটি গ্রহণ করেন সাংবাদিক বজলুর রহমানের সহধর্মিনী, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

এসময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ, প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রয়াত বজলুর রহমান ১৯৪১ সালের ৩ আগস্ট ময়মনসিংহ জেলার ফুলপুর থানার চরনিয়ামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ পাস করে ১৯৬১ সালে দৈনিক সংবাদে সহসম্পাদক হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরে ভারপ্রাপ্ত সম্পাদক এবং সম্পাদক হন।

মহান মুক্তিযুদ্ধ, তারও আগে ৬২’র ছাত্র আন্দোলন, ’৬৬ সালে ৬ দফা আন্দোলন, ’৬৮-৬৯ এর গণঅভ্যুত্থান, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর সামরিক শাসনবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন বজলুর রহমান।

বজলুর রহমান তার দীর্ঘ সফল পেশাগত জীবনে সংবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করা ছাড়াও সাংবাদিকতা পেশার বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালনাগত দায়িত্বও পালন করেছেন।

তিনি বাসস’র পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। এছাড়াও প্রেস ইনস্টিটিউট, প্রেস কাউন্সিলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন।

সাংবাদিকতার ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে সরকার বজলুর রহমানকে স্বাধীনতা পদকে ভূষিত করেন।

উল্লেখ্য, ছয়টি ক্যাটাগরিতে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক ২০২২ পেয়েছেন পাঁচ জন সাংবাদিক এবং দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চল।

‘মিডিয়া’ : আরও খবর

» সন্ত্রাসবিরোধী আইনের মামলা: সাংবাদিক আনিস আলমগীর পাঁচ দিনের রিমান্ডে

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

» সাবেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদকে ডিবির হেফাজতে

» রাজধানীতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অফিসের বিবৃতি প্রকাশ

সম্প্রতি