নরসিংদীর রায়পুরায় কার্ভাডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক বিশাল (২৭) নামে এক সংবাদকর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায়গুরুতর আহত হয়েছেন তার বন্ধু ইমাম হোসেন সজল।
সোমবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া বিশাল বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামের নূরুল হকের ছেলে। তিনি একাধারে গীতিকার, কবি ও লেখক। বিশালের সর্বশেষ কর্মস্থল ছিল নিউজজিটোয়োন্টিফোর.কম। তিনি এর আগে বাংলানিউজের বিনোদন বিভাগে কাজ করতেন।
ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে বিশাল ও সজল মোটরসাইকেলে করে নরসিংদী যাচ্ছিলেন। তারা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ভৌরবগামী একটি কর্ভাডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিশাল মারা যান। গুরুতর আহত হন সজল।
তিনি আরো জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশালের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা