image

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা

 সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার সম্পর্কে জানতে হবে

শনিবার, ১২ নভেম্বর ২০২২
জেলা বার্তা পরিবেশক, ময়মনসিংহ

ফেডারেল সাংবাদিক ইউনিয়েনের সাবেক সভাপতি মঞ্জরুল আহসান বুলবুল বলেছেন, সাংবাদিকতার পাশাপাশি সাংবাদিকদের অধিকার সম্পর্কে জানতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে পরিষ্কার ধারনা থাকতে হবে।

ময়মনসিংহ সাংবাদিক সমিতির সাধারণ সভা ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের নৈতিকতা নিয়ে এখন প্রশ্নের সম্মুখীন হতে হয়। এব্যাপারে আপনার সজাগ থাকবেন। আমরা সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করছি। সরকার সাংবাদিকদে অধিকারের ব্যাপারে সব সময়ই সজাগ দৃষ্টি রাখছেন। 

শনিবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের মিলনায়তনে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সহসভাপতি মোশাররফ হোসেন, যুগ্ন সম্পাদক অমিত রায়, সদস্য শাহিদুল ইসলাম খসরু ও আবু সালেহ মোহাম্মদ মুসা।

অনুষ্ঠান পরিচালনা করেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা। সভার শুরুতেই বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নের্তৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা বার্ষিক প্রতিবেদন পাঠ করেন। পরে বার্ষিক প্রতিবেদনের উপর ইউনিয়নের উপস্থিত সদস্যরা মুক্ত আলোচনা করেন। মুক্ত আলোচনা শেষে নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। সণায় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। 

‘মিডিয়া’ : আরও খবর

» সাবেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদকে ডিবির হেফাজতে

» রাজধানীতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অফিসের বিবৃতি প্রকাশ

» সীতাকুণ্ডে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, দুইজন আহত

সম্প্রতি