image

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডিকাবের শ্রদ্ধাঞ্জলি 

শুক্রবার, ০৬ জানুয়ারী ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব।  

শুক্রবার (৬ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ডিকাব এর নবনির্বাচিত কমিটি-২০২৩ ও সদস্যরা।

ডিকাবের নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম লোটাস ও সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ডিকাবের সদস্যরা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি রাহীদ এজাজ ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব। অন্যান্য সদস্যের মধ্যে সালাম জুবায়ের, মিজানুর রহমান, তানজিম আনোয়ার ও জেসমিন পাপড়ি উপস্থিত ছিলেন। 

২০২৩ সালের জন্য ডিকাবের নবনির্বাচিত কমিটি বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দায়িত্ব গ্রহণ করে। এসময় কমিটির সহসভাপতি মীর মোস্তাফিজুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আশিকুর রহমান অপু, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, সদস্য শেখ শাহরিয়ার জামান, খুররম জামান, তৌহিদুর রহমান, নাফিজা দৌলা ও রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

‘মিডিয়া’ : আরও খবর

» সাবেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদকে ডিবির হেফাজতে

» রাজধানীতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অফিসের বিবৃতি প্রকাশ

সম্প্রতি