image

সাংবাদিক শামসের মুক্তির দাবি জাবির প্রাক্তন শিক্ষার্থীদের

শনিবার, ০১ এপ্রিল ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুরে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘জাবির প্রাক্তন শিক্ষার্থী’ ব্যানারে এ বিক্ষোভ করেন তারা। সমাবেশ থেকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা।

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩২ ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের সাবেক নেতা কল্লোল বণিক বলেন, আজকের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি…সেই অবস্থায় যখন আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তার দায়িত্বশীল আচরণ করেছেন, তখন তার উপর নির্যাতন নেমে আসে।

৩৪ ব্যাচের শিক্ষার্থী, সাংবাদিক গোলাম মুর্তজা ধ্রুব বলেন, রাতের আঁধারে একজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়ার পর বলা হয় না যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটি কিন্তু আমাদেরকে ভালো বার্তা দেয় না।

গণমাধ্যমকর্মী ইমন রহমান বলেন, গণমাধ্যম কর্মীর মুক্তির দাবিতে আজকে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা নাসির উদ্দিন প্রিন্স বলেন, শামসুজ্জামান শামসের অপরাধ তিনি তার প্রতিবেদনে এ দেশের মানুষের সংকটের কথা তুলে ধরেছেন। আজকে দেশের যে দুরবস্থা, এটি কি কেউ অস্বীকার করতে পারবে? তাহলে কেন শামসকে মধ্যরাতে তুলে নেওয়া হল। শামস ন্যায়ের পক্ষের একজন সৈনিক। তাকে মুক্তি দিতে হবে।

‘মিডিয়া’ : আরও খবর

» সাবেক জাতীয় প্রেস ক্লাব সভাপতি শওকত মাহমুদকে ডিবির হেফাজতে

» রাজধানীতে গণমাধ্যমকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অফিসের বিবৃতি প্রকাশ

সম্প্রতি