image

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে দিপু সভািতি ও জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত

শনিবার, ১৫ এপ্রিল ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে আরিফ আলম দিপু সভাপতি ও রফিকুল ইসলাম জীবন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। বাকি আটটি পদেও তাদের নেতৃত্বে প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর আগে মামলাজনিত কারণে গত ১৩ জানুয়ারি নির্বাচন স্থগিত করা হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটির ১১টি পদে দুই প্যানেলের ২২ জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে দীপু-জীবন পরিষদের পুরো প্যানেল জয়লাভ করেন। বিপরীতে ছিলেন সদ্য সাবেক সভাপতি খন্দকার শাহ্ আলম ও রফিকুল ইসলাম রফিকের নেতৃত্বে প্যানেল।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সম্পাদক আহসান সাদিক, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যকরী সদস্য আব্দুস সালাম, আবু সাউদ মাসুদ, একেএম মাহফুজুর রহমান, আফজাল হোসেন পন্টি, আবু আল আমিন খান মিঠু।

মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলীর নেতৃত্বে এফবিসিসিআই’র পরিচালক প্রবীর কুমার সাহা ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু নির্বাচন পরিচালনা করেন।

‘মিডিয়া’ : আরও খবর

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

» সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

সম্প্রতি