বিএসএমএমইউ
পেটে ও বুকে জোড়া লাগানো শিশু আবু বকর ও ওমর ফারুককে সফলভাবে আলাদা করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। জটিল এক অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক হওয়া শিশু দুটি আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সম্পন্ন হয় জটিল এই অস্ত্রোপচার। অস্ত্রপচারের পর পর্যবেক্ষণ শেষে আজ (৪ অক্টোবর) ছাড়া পেলো সেই দুই শিশু। একদল চিকিৎসকের দীর্ঘ তিন মাসের নিরলস প্রচেষ্টার পর আরেকটি সাফল্যের দেখা পেলো দেশের চিকিৎসাবিজ্ঞান।
চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন সুস্থ। দেশের বাইরে এমন অস্ত্রোপচারে খরচ পড়তো কমপক্ষে ২৫ থেকে ৩০ লাখ টাকা। বঙ্গবন্ধু মেডিক্যালে যা সম্পন্ন হয়েছে মাত্র ৩ লাখ টাকায়। এই চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেটে ও বুকে জোড়া লাগানো থেকে পৃথক হওয়া ৯২ দিন বয়সী দুই শিশু অবশেষে বাড়ি ফিরছে। সব ধরনের ঝুঁকি থেকে মুক্ত হয়ে তারা এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার বেলা সাড়ে ১১টায় সব চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানানো হয়।
গত ২০ সেপ্টেম্বর হাসপাতালটির শিশু সার্জারি বিভাগের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে দুই শিশু আবু বকর ও ওমর ফারুককে আলাদা করা হয়।
হাসপাতাল থেকে বিদায়ের সময় জানানো হয় তাদের লিভার ও বুকের হাড় সংযুক্ত ছিল। তবে সব ধরনের ঝুঁকি মুক্ত হয়ে দুই জনই এখন সম্পূর্ণ সুস্থ। শিশুদের বাবা-মা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ জীবনে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিএসএমএমইউ
বুধবার, ০৪ অক্টোবর ২০২৩
পেটে ও বুকে জোড়া লাগানো শিশু আবু বকর ও ওমর ফারুককে সফলভাবে আলাদা করতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। জটিল এক অস্ত্রোপচারের মাধ্যমে পৃথক হওয়া শিশু দুটি আজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে সম্পন্ন হয় জটিল এই অস্ত্রোপচার। অস্ত্রপচারের পর পর্যবেক্ষণ শেষে আজ (৪ অক্টোবর) ছাড়া পেলো সেই দুই শিশু। একদল চিকিৎসকের দীর্ঘ তিন মাসের নিরলস প্রচেষ্টার পর আরেকটি সাফল্যের দেখা পেলো দেশের চিকিৎসাবিজ্ঞান।
চিকিৎসকরা জানিয়েছেন, তারা এখন সুস্থ। দেশের বাইরে এমন অস্ত্রোপচারে খরচ পড়তো কমপক্ষে ২৫ থেকে ৩০ লাখ টাকা। বঙ্গবন্ধু মেডিক্যালে যা সম্পন্ন হয়েছে মাত্র ৩ লাখ টাকায়। এই চিকিৎসার ব্যয়ভার বহন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পেটে ও বুকে জোড়া লাগানো থেকে পৃথক হওয়া ৯২ দিন বয়সী দুই শিশু অবশেষে বাড়ি ফিরছে। সব ধরনের ঝুঁকি থেকে মুক্ত হয়ে তারা এখন সম্পূর্ণ সুস্থ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার বেলা সাড়ে ১১টায় সব চিকিৎসা কার্যক্রম শেষ হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের বিদায় জানানো হয়।
গত ২০ সেপ্টেম্বর হাসপাতালটির শিশু সার্জারি বিভাগের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে সফলভাবে অস্ত্রোপচারের মাধ্যমে দুই শিশু আবু বকর ও ওমর ফারুককে আলাদা করা হয়।
হাসপাতাল থেকে বিদায়ের সময় জানানো হয় তাদের লিভার ও বুকের হাড় সংযুক্ত ছিল। তবে সব ধরনের ঝুঁকি মুক্ত হয়ে দুই জনই এখন সম্পূর্ণ সুস্থ। শিশুদের বাবা-মা বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ জীবনে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।