alt

জাতীয়

কোটার হিসাব-নিকাশ, যেভাবে হয় প্রয়োগ

রাকিব উদ্দিন : শুক্রবার, ১২ জুলাই ২০২৪

কোটা বিরোধী আন্দোলন : শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

*সরকার বলছে-কোটা বাতিলের পর ৫০ জেলায় কোন নারীর চাকরি হয়নি

*আদালতের মাধ্যমে কোটার সংস্কার চান জনপ্রশাসনমন্ত্রী

প্রায় সব পক্ষই কোটা ব্যবস্থার সংস্কার চায়। সরকারেরও একই চাওয়া। কোটা বাতিল নয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ২০১৮ সালে সব কোটা বাতিলের পর অন্তত ৫০ জেলায় কোন নারীর চাকরি হয়নি। যদিও ওই সময় আন্দোলনকারীরা কোটা পদ্ধতির সংস্কার চেয়েছিল। এখন কয়েকটি কোটা কমিয়ে নতুন কোটা যুক্ত করার দাবি করছেন বিশ্লেষকরা।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘কাটা সিস্টেম উঠে যাওয়ার কারণে সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ অনেক কমে গেছে। যেমন ৪৩তম বিসিএসে মাত্র ১৭ শতাংশ নারী সুযোগ পেয়েছে। যেখানে ৩৮তম বিসিএসে নারীরা ছিলেন ২৬ শতাংশের ওপরে; সেখানে ৪০, ৪১, ৪২ ও ৪৩তম বিসিএসে কমে গিয়ে গড়ে ১৯ শতাংশে নেমেছে।’

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী-মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘সেখানে সমতার ভিত্তিতে দেশটা এগিয়ে নিতে হবে। ৪০তম বিসিএসে ৫৯টি জেলা থেকে পুলিশে একজন নারীও স্থান পাননি। ১৭টি জেলা থেকে নারী পরুষ কেউ স্থান পায়নি। তাহলে কোটা না থাকলে এরকম একটা অসমতা সৃষ্টি হয়। সব কিছু বুঝেশুনে যদি তারা আইনজীবীদের দিয়ে কোর্টে বিষয়গুলো তুলে ধরে, তাহলে বিষয়টি সুন্দর সমাধান হবে।’

কোটা পদ্ধতি কিভাবে প্রয়োগ হয় তা জানতে পিএসসির দু’জন সদস্যের কাছে জানতে চাওয়া হয়েছিল। তারা জানিয়েছেন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আসে কোটার হিসাব। এই তিন স্তরে উত্তীর্ণ না হলে কেউ কোটা সুবিধার আওতায় পরে না।

পিএসসির একজন সদস্য জানিয়েছেন, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষেই কোটা পদ্ধতি কার্যকর হয়। সেই হিসেবে ‘ঢালাওভাবে’ মেধাবীরা বঞ্চিত হচ্ছে তা বলার সুযোগ নেই বলে মনে করছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তারা।

পিএসসির সদ্য সাবেক একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে বলেন, ‘প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার নম্বর যোগ করা হয়। এরপর আসে মৌখিক পরীক্ষার বিষয়। এই তিন স্তরে উত্তীর্ণ হলে তখন আসে কোটার হিসাব। এই কোটার হিসেব মেলাতে অন্তত ১৫দিন সময় লাগে।’

তিনি বলেন, ‘মনে করেন-শেরপুর জেলায় লোকসংখ্যা অন্য অনেক জেলার তুলনায় কম। সে কারণে জেলা কোটা বিবেচনায় শেরপুর থেকে বোটানিতে (উদ্ভিদ বিদ্যা) লেখাপড়া করা একজন প্রার্থী সহজেই বিসিএসে প্রশাসন, পররাষ্ট্র বা ভালো ক্যাডারে টিকে যায়। কিন্তু দেখা গেছে, এই প্রার্থীর আগে (মেধায় এগিয়ে) ছিল ২৭৩ জন; তারা সিভিল কোটায় এগিয়ে থেকেও পছন্দের ক্যাডার পান না বা ঠিকতে পারেন না।’

কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন জানিয়ে সাবেক এই আমলা আরো বলেন, দু’একটি কোটা কমিয়ে নতুন কোটা যুক্ত করা যেতে পারে।

২০১৮ সালের আন্দোলন:

২০১৮ সালে কোটা সংস্কার করে ১০ শতাংশ করার দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ব্যানাড়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। কিন্তু আন্দোলনের একপর্যায়ে সরকার ওই বছর নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণী) সরকারি চাকরিতে পুরো কোটাই বাতিল করে দেয়।

তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল থাকে। এই দুই শ্রেণীতে পোষ্য, আনসার-ভিডিপিসহ কিছু কোটা রয়েছে। কোটা বাতিল হওয়ায় সরকারি নিয়োগে এর ‘সুফল’ আসেনি বলে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে কোনা ব্যাখ্যা আসেনি।

কোটা বাতিলের পর:

২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৯ জুলাই ঢাকায় এক অনুষ্ঠান বলেন, ‘আমরা ঘটনাচক্রে দেখছিলাম, যখন থেকে কোটা তুলে দেওয়া হয়েছে, তখন থেকে দেখা যাচ্ছে ওই সমস্ত জেলার শিক্ষার্থীরা সরকারের যে সকল পদগুলোতে কর্ম সংস্থাদের সুযোগ ছিলো, সেখানে সম্ভব হয়নি।’

চাকরি পাওয়ার ক্ষেত্রে সে সমস্ত জেলা একেবারেই পিছিয়ে ছিলো মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীদের ক্ষেত্রে দেখা গেছে, ৫০টি জেলা থেকে কোনো ধরনের অংশগ্রহণ ছিলো না। এখন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেখান থেকেও সম্ভব হয়নি। কোটা তুলে দেওয়ার কারণেই সেটা হয়েছে। আর অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন।’

৩৮তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের মধ্য দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটার ব্যবস্থার অবসান ঘটে। এই ব্যবস্থা বাতিলের পর ৮টি বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। এর মধ্যে পাঁচটিতে চূড়ান্ত নিয়োগ হয়েছে। বর্তমানে ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের মৌখিক ও লিখিত পরীক্ষা চলমান আছে।

কোটা পদ্ধতি বাতিল নয়, সংস্কার প্রয়োজন:

কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে উল্লেখ করে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সংবাদকে বলেছেন, ‘সেখানে নিস্পত্তির আগে কোন মন্তব্য করা ঠিক হবে না। আমি অনুমান করছি, আপিল বিভাগ হয়তো নির্বাহী বিভাগকে এটি সংশোধন করার একটি আদেশ দেবেন। মামলা থাকা অবস্থায় এক্সিকিউটিভ অথরিটির (সরকার) এটি (কোটা বাতিল পুণর্বহাল) করা ঠিক হবে না। তাহলে তাদের বিরুদ্ধে হরতাল (অবরোধ) করার দরকার কী? এটি করার মানে হলো- ইন্ডিরেক্টলি কোর্টের ওপর মানসিক প্রেসার তৈরি করা, সোশাল প্রেসার সৃষ্টি করা। আমার মনে হয়, সরকারের ওপর চাপ দিয়ে....কোর্ট যাতে ভয় পায় বা কোর্ট যাতে প্রভাবিত হয়, সেজন্য এটি (আন্দোলন) হচ্ছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমি মনে করি, স্বাধীনতার জন্য যারা জীবন দিতে গেছেন তাদের বিতর্কের মধ্যে ফেলা ঠিক হবে না। আমার মনে হয়, টোটালি সকল কোটা বাতিল করে দেওয়া উচিৎ। অন্যতায় তাদের কমপেন্সিভ (ক্ষতিপূরণ দেওয়া) করা উচিৎ। তার কারণ একজন মুক্তিযোদ্ধাকে যদি একটি জমি দেওয়া হয় সেখান থেকে ইনকাম করতে পারে, ব্যাংক থেকে লোন দেওয়া হলে বিল্ডিং করতে পারে; সুতরাং মুক্তিযোদ্ধা, তার পরিবার ও নাতী-প্রতিদের ক্ষতিপূরণ দেওয়া যায়। গাড়ি দেওয়া যায়; সরকার এখন দিচ্ছে...এটি বাড়িয়ে দিতে পারে।’

সাবেক শিক্ষা সচিব আরো বলেন, ‘যারা নারী, গরিব আছে...হার্ড কোর পুওর তাদের জন্য আগে কোটা করা উচিৎ। রেলওয়েতে ৪০ শতাংশ পৌষ্য (কর্মচারীদের জন্য) কোটা আছে, প্রাথমিক শিক্ষায় ২০ শতাংশ পৌষ্য কোটা আছে, বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের কোটা আছে; তাদের ছেলে-মেয়েরা কম মার্কস পেলেও ভর্তি হতে পারে, এটি ঢাকা বিশ^বিদ্যালয়ে আছে। তারা এটি নিয়ে কথা বলে না। আগে নিজের চড়কায় তেল দেওয়া উচিৎ।’

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনও কোটা ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। আলোচনার ভিত্তিতে যৌক্তিক সমাধান দরকার। কোটা কতটুকু থাকবে সেটা ঠিক করা দরকার। এই আলোচনা, যুক্তিতর্ক কোর্টে হওয়া দরকার। আগে একটা পক্ষের কথা আদালত শুনেছে, কারণ তখন অন্য পক্ষ ছিল না। এখন কোটা বিরোধীদের কথা আদালত শুনলে অবশ্যই সেটা বিবেচনায় নেবে এবং খুব সহজ সমাধান হওয়া সম্ভব।’

কিছু কোটা রাখার পক্ষে যুক্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে কোটা আছে। প্রতিটি গোষ্ঠী, প্রতিটি এলাকার মানুষ যেন সমানভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমি একজন শিক্ষক, কোটা আন্দোলনে আমার অনেক শিক্ষার্থী আছে। এ বিষয়ে ২০১৮ সালের একটা সিদ্ধান্ত ছিল যেটা আন্দোলনকারীদের পক্ষে গেছে। আমরা আদালতকে সম্মান করি, আদালতের বিষয় আদালতেই সমাধান করতে হবে। আমি একজন শিক্ষক হিসাবে বলব, রাস্তায় না থেকে আদালতের বিষয়টি আদালতেই সমাধান করতে হবে। আমরাও চাই, বিষয়টি খুব সহজেই নিষ্পত্তি হয়ে যাক। মহামান্য প্রধান বিচারপতিও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলেছেন।’

শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করা খুবই অনুচিত। আদালতে গিয়ে যৌক্তিকভাবে বিষয়টি তুলে ধরলে খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। পানির মতো সহজ জিনিস জটিল করছে কারা। শিক্ষার্থীরা সহজ বিষয়টা কেন জটিল করছে বুঝে আসছে না।’

যেভাবে বাড়তে থাকে কোটা পদ্ধতি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা চালু করেন। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে ২০ শতাংশ মেধায় (সাধারণ), ৪০ শতাংশ জেলা কোটা এবং ১০ শতাংশ নেওয়া হতো নারী কোটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য ‘উপহার’ হিসেবে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করা ছিল।

১৯৭৬ সালে জেলা কোটা কমিয়ে ২০ শতাংশ করা হয় এবং সাধারণদের জন্য অর্থাৎ মেধা কোটা ২০ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করা হয়। ওই বছর মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশই বহাল রাখা হয়। আর নারীদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকে।

পরবর্তীতে ১৯৮৫ সালে কোটা পদ্ধতির সংস্কার করা হয়। ওই বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ৫ শতাংশ বাড়িয়ে মেধা কোটা ৪৫ শতাংশ করা হয়।

তবে আগের মতোই মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ বহাল থাকে। জেলা কোটা ১০ শতাংশ ও নারীদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণ করা হয়। ১৯৮৫ সালে প্রথমবারের মতো উপজাতি ও ক্ষুদ্্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা যুক্ত করা হয়।

১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা ব্যবস্থার কিছুটা সংস্কার করেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারের আমলে জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয়। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়ে, নাতি-নাতনি কোটা, জেলা কোটা, উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, পোষ্য কোটা ও নারী কোটাসহ বিভিন্ন কোটা রাখা হয়।

সবমিলিয়ে বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা বহাল ছিল।

নিয়োগে কোটার বিন্যাস:

বর্তমানে মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ (ছেলে-মেয়ে ও নাতি-নাতনি), নারী ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ। এই ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে ১ শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। বাকি ৪৫ শতাংশ সাধারণদের জন্য বরাদ্দ।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বিভিন্ন করপোরেশন এবং দফতরে সরাসরি নিয়োগে জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা পুননির্ধারণ করা হয়। ২০০১ সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে ২০০৯ সালের ২০ ডিসেম্বর জেলাওয়ারি কোটা ঠিক করা হয়।

২০১০ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয়, জেলা কোটার (১০ শতাংশ) সব পদ জেলার প্রার্থীদের দিয়ে পূরণ সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে।

জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ কোটার প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয়দের জন্য জাতীয় মেধা তালিকা প্রণয়ন করতে হবে। এরপর বিশেষ কোটার অধীন স্ব-স্ব কোটার প্রার্থীদের তালিকা থেকে তা পূরণের কথা বলা হয়।

এক্ষেত্রে জেলার কোটাও অন্য কোটায় চলে যাওয়ার অভিযোগ করেন বিশ্লেষকরা। তারা বলেন, এতে নিয়োগে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। এসব বিষয় তুলে ধরেই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা কোটা পদ্ধতির সংস্কার চাচ্ছে।

‘জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিন’

ইলিয়াস কাঞ্চন-শওকত মাহমুদের নেতৃত্বে ‘জনতা পার্টি বাংলাদেশ’

ছবি

সিলেট অঞ্চলে বিপন্ন প্রজাতির মুখপোড়া হনুমান

রাজধানীতে আ’লীগ ও অঙ্গ সংগঠনের ৫ নেতা গ্রেপ্তার

কাজী নাবিল পরিবারের ৩৬২ একর জমিসহ বাড়ি ও ফ্ল্যাট জব্দ

ছবি

অদৃশ্য থেকেই পরিষদ চালাচ্ছেন তিন ইউপি চেয়ারম্যান

সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব: সাইফুল হক

হবিগঞ্জ ও ঈশ্বরদীতে সংঘর্ষ, ৪ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক আহত

ছবি

আট মাসে ২৬টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

ছবি

জঙ্গিদের খোঁজে ভারত, উত্তেজনা আরও চড়েছে পাকিস্তানের সঙ্গে

শনিবার ও থাকবে তাপপ্রবাহ

সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা মানবে না বিএনপি

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি ৫ দিনের রিমান্ডে

সবজির দাম কমেনি, বেড়ে চলেছে পেঁয়াজ ও চালের দাম

দাবি আদায়ে এবার পরীক্ষা না দেয়ার ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ছবি

তলানিতে শেয়ারবাজার, ছয় মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ডিএসইর সূচক

ছবি

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ছাড়লেন প্রধান উপদেষ্টা

ছবি

দাবি আদায়ে পরীক্ষা বর্জনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের, প্রশাসনিক ভবনে তালা দেওয়ার হুঁশিয়ারি

ছবি

প্রবাসীদের অবদানে ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি: প্রধান উপদেষ্টা ইউনূস

ছবি

বিসিএস জট কমাতে রোডম্যাপ, ক্যাডার বাছাইয়ে আসছে নতুন পদ্ধতি: পিএসসি চেয়ারম্যান

জিয়াউলের ১০০ বিঘা জমি জব্দ ও ৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মডেল মেঘনার জামিন নাকচ

ছবি

নাগলিঙ্গমের সুবাসে বিমোহিত বিটিআরআই প্রাঙ্গণ

ছবি

চট্টগ্রাম বন্দরে ৬৬৩ জনের পদোন্নতি এবং ৩৬৩ জনকে নিয়োগ দেয়া হচ্ছে

ব্যাটারিচালিত অটোরিকশায় না চড়তে ডিএনসিসি প্রশাসকের অনুরোধ

পাচারের টাকায় দুবাইয়ে সম্পত্তি: নাফিজ সরাফতসহ ৭৮ ব্যক্তির তথ্য চেয়েছে দুদক

তিন উপজেলায় বিএনপির গৃহবিবাদ: ৮ মাসে ১০ কর্মী খুন

ছবি

এলাকার কলেজে পড়লেই পারতে, গেটআউট: জবি শিক্ষার্থীকে রেজিস্ট্রার

ছবি

রানা প্লাজা ধসের ১২ বছর: স্বজনদের আহাজারি থামেনি, সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি

‘বাবার ভুলের জন্য দুঃখিত’ ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুললেন উপদেষ্টা আসিফ

ছবি

বাংলাদেশ পুনর্গঠনে ইউনূসকে সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

ছবি

অপহরণের আট দিন পর মুক্তি পেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী

১৫ বিচারকের সম্পদের তথ্য চেয়েছে দুদক

আন্দোলনের মুখে কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত

ছবি

ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ঘোষণা পাকিস্তানের, উত্তেজনা দুই দেশের মধ্যে

ঢাকা সফর স্থগিত হলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর

tab

জাতীয়

কোটার হিসাব-নিকাশ, যেভাবে হয় প্রয়োগ

রাকিব উদ্দিন

কোটা বিরোধী আন্দোলন : শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

শুক্রবার, ১২ জুলাই ২০২৪

*সরকার বলছে-কোটা বাতিলের পর ৫০ জেলায় কোন নারীর চাকরি হয়নি

*আদালতের মাধ্যমে কোটার সংস্কার চান জনপ্রশাসনমন্ত্রী

প্রায় সব পক্ষই কোটা ব্যবস্থার সংস্কার চায়। সরকারেরও একই চাওয়া। কোটা বাতিল নয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ২০১৮ সালে সব কোটা বাতিলের পর অন্তত ৫০ জেলায় কোন নারীর চাকরি হয়নি। যদিও ওই সময় আন্দোলনকারীরা কোটা পদ্ধতির সংস্কার চেয়েছিল। এখন কয়েকটি কোটা কমিয়ে নতুন কোটা যুক্ত করার দাবি করছেন বিশ্লেষকরা।

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ‘কাটা সিস্টেম উঠে যাওয়ার কারণে সরকারি চাকরিতে নারীদের অংশগ্রহণ অনেক কমে গেছে। যেমন ৪৩তম বিসিএসে মাত্র ১৭ শতাংশ নারী সুযোগ পেয়েছে। যেখানে ৩৮তম বিসিএসে নারীরা ছিলেন ২৬ শতাংশের ওপরে; সেখানে ৪০, ৪১, ৪২ ও ৪৩তম বিসিএসে কমে গিয়ে গড়ে ১৯ শতাংশে নেমেছে।’

দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী-মন্তব্য করে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘সেখানে সমতার ভিত্তিতে দেশটা এগিয়ে নিতে হবে। ৪০তম বিসিএসে ৫৯টি জেলা থেকে পুলিশে একজন নারীও স্থান পাননি। ১৭টি জেলা থেকে নারী পরুষ কেউ স্থান পায়নি। তাহলে কোটা না থাকলে এরকম একটা অসমতা সৃষ্টি হয়। সব কিছু বুঝেশুনে যদি তারা আইনজীবীদের দিয়ে কোর্টে বিষয়গুলো তুলে ধরে, তাহলে বিষয়টি সুন্দর সমাধান হবে।’

কোটা পদ্ধতি কিভাবে প্রয়োগ হয় তা জানতে পিএসসির দু’জন সদস্যের কাছে জানতে চাওয়া হয়েছিল। তারা জানিয়েছেন, প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেই আসে কোটার হিসাব। এই তিন স্তরে উত্তীর্ণ না হলে কেউ কোটা সুবিধার আওতায় পরে না।

পিএসসির একজন সদস্য জানিয়েছেন, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা শেষেই কোটা পদ্ধতি কার্যকর হয়। সেই হিসেবে ‘ঢালাওভাবে’ মেধাবীরা বঞ্চিত হচ্ছে তা বলার সুযোগ নেই বলে মনে করছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কর্মকর্তারা।

পিএসসির সদ্য সাবেক একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে সংবাদকে বলেন, ‘প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার নম্বর যোগ করা হয়। এরপর আসে মৌখিক পরীক্ষার বিষয়। এই তিন স্তরে উত্তীর্ণ হলে তখন আসে কোটার হিসাব। এই কোটার হিসেব মেলাতে অন্তত ১৫দিন সময় লাগে।’

তিনি বলেন, ‘মনে করেন-শেরপুর জেলায় লোকসংখ্যা অন্য অনেক জেলার তুলনায় কম। সে কারণে জেলা কোটা বিবেচনায় শেরপুর থেকে বোটানিতে (উদ্ভিদ বিদ্যা) লেখাপড়া করা একজন প্রার্থী সহজেই বিসিএসে প্রশাসন, পররাষ্ট্র বা ভালো ক্যাডারে টিকে যায়। কিন্তু দেখা গেছে, এই প্রার্থীর আগে (মেধায় এগিয়ে) ছিল ২৭৩ জন; তারা সিভিল কোটায় এগিয়ে থেকেও পছন্দের ক্যাডার পান না বা ঠিকতে পারেন না।’

কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন জানিয়ে সাবেক এই আমলা আরো বলেন, দু’একটি কোটা কমিয়ে নতুন কোটা যুক্ত করা যেতে পারে।

২০১৮ সালের আন্দোলন:

২০১৮ সালে কোটা সংস্কার করে ১০ শতাংশ করার দাবিতে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’র ব্যানাড়ে আন্দোলনে নামে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। কিন্তু আন্দোলনের একপর্যায়ে সরকার ওই বছর নবম থেকে ১৩তম গ্রেডের (প্রথম ও দ্বিতীয় শ্রেণী) সরকারি চাকরিতে পুরো কোটাই বাতিল করে দেয়।

তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরিতে কোটা বহাল থাকে। এই দুই শ্রেণীতে পোষ্য, আনসার-ভিডিপিসহ কিছু কোটা রয়েছে। কোটা বাতিল হওয়ায় সরকারি নিয়োগে এর ‘সুফল’ আসেনি বলে দাবি করা হচ্ছে। যদিও এ বিষয়ে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে কোনা ব্যাখ্যা আসেনি।

কোটা বাতিলের পর:

২০১৮ সালের ৪ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরিতে নারী কোটা ১০ শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ এবং জেলা কোটা ১০ শতাংশ বাতিল করে পরিপত্র জারি করে।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী গত ৯ জুলাই ঢাকায় এক অনুষ্ঠান বলেন, ‘আমরা ঘটনাচক্রে দেখছিলাম, যখন থেকে কোটা তুলে দেওয়া হয়েছে, তখন থেকে দেখা যাচ্ছে ওই সমস্ত জেলার শিক্ষার্থীরা সরকারের যে সকল পদগুলোতে কর্ম সংস্থাদের সুযোগ ছিলো, সেখানে সম্ভব হয়নি।’

চাকরি পাওয়ার ক্ষেত্রে সে সমস্ত জেলা একেবারেই পিছিয়ে ছিলো মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীদের ক্ষেত্রে দেখা গেছে, ৫০টি জেলা থেকে কোনো ধরনের অংশগ্রহণ ছিলো না। এখন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সেখান থেকেও সম্ভব হয়নি। কোটা তুলে দেওয়ার কারণেই সেটা হয়েছে। আর অনেকেই সেটা নিয়ে রাস্তায় নেমেছেন।’

৩৮তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের মধ্য দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটার ব্যবস্থার অবসান ঘটে। এই ব্যবস্থা বাতিলের পর ৮টি বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে। এর মধ্যে পাঁচটিতে চূড়ান্ত নিয়োগ হয়েছে। বর্তমানে ৪৪, ৪৫ এবং ৪৬তম বিসিএসের মৌখিক ও লিখিত পরীক্ষা চলমান আছে।

কোটা পদ্ধতি বাতিল নয়, সংস্কার প্রয়োজন:

কোটার বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে উল্লেখ করে সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান সংবাদকে বলেছেন, ‘সেখানে নিস্পত্তির আগে কোন মন্তব্য করা ঠিক হবে না। আমি অনুমান করছি, আপিল বিভাগ হয়তো নির্বাহী বিভাগকে এটি সংশোধন করার একটি আদেশ দেবেন। মামলা থাকা অবস্থায় এক্সিকিউটিভ অথরিটির (সরকার) এটি (কোটা বাতিল পুণর্বহাল) করা ঠিক হবে না। তাহলে তাদের বিরুদ্ধে হরতাল (অবরোধ) করার দরকার কী? এটি করার মানে হলো- ইন্ডিরেক্টলি কোর্টের ওপর মানসিক প্রেসার তৈরি করা, সোশাল প্রেসার সৃষ্টি করা। আমার মনে হয়, সরকারের ওপর চাপ দিয়ে....কোর্ট যাতে ভয় পায় বা কোর্ট যাতে প্রভাবিত হয়, সেজন্য এটি (আন্দোলন) হচ্ছে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘আমি মনে করি, স্বাধীনতার জন্য যারা জীবন দিতে গেছেন তাদের বিতর্কের মধ্যে ফেলা ঠিক হবে না। আমার মনে হয়, টোটালি সকল কোটা বাতিল করে দেওয়া উচিৎ। অন্যতায় তাদের কমপেন্সিভ (ক্ষতিপূরণ দেওয়া) করা উচিৎ। তার কারণ একজন মুক্তিযোদ্ধাকে যদি একটি জমি দেওয়া হয় সেখান থেকে ইনকাম করতে পারে, ব্যাংক থেকে লোন দেওয়া হলে বিল্ডিং করতে পারে; সুতরাং মুক্তিযোদ্ধা, তার পরিবার ও নাতী-প্রতিদের ক্ষতিপূরণ দেওয়া যায়। গাড়ি দেওয়া যায়; সরকার এখন দিচ্ছে...এটি বাড়িয়ে দিতে পারে।’

সাবেক শিক্ষা সচিব আরো বলেন, ‘যারা নারী, গরিব আছে...হার্ড কোর পুওর তাদের জন্য আগে কোটা করা উচিৎ। রেলওয়েতে ৪০ শতাংশ পৌষ্য (কর্মচারীদের জন্য) কোটা আছে, প্রাথমিক শিক্ষায় ২০ শতাংশ পৌষ্য কোটা আছে, বিশ^বিদ্যালয়ের শিক্ষকদের কোটা আছে; তাদের ছেলে-মেয়েরা কম মার্কস পেলেও ভর্তি হতে পারে, এটি ঢাকা বিশ^বিদ্যালয়ে আছে। তারা এটি নিয়ে কথা বলে না। আগে নিজের চড়কায় তেল দেওয়া উচিৎ।’

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনও কোটা ব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমার মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। আলোচনার ভিত্তিতে যৌক্তিক সমাধান দরকার। কোটা কতটুকু থাকবে সেটা ঠিক করা দরকার। এই আলোচনা, যুক্তিতর্ক কোর্টে হওয়া দরকার। আগে একটা পক্ষের কথা আদালত শুনেছে, কারণ তখন অন্য পক্ষ ছিল না। এখন কোটা বিরোধীদের কথা আদালত শুনলে অবশ্যই সেটা বিবেচনায় নেবে এবং খুব সহজ সমাধান হওয়া সম্ভব।’

কিছু কোটা রাখার পক্ষে যুক্তি দিয়ে জনপ্রশাসন মন্ত্রী বলেন, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে কোটা আছে। প্রতিটি গোষ্ঠী, প্রতিটি এলাকার মানুষ যেন সমানভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা পায়, তা নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীদের প্রতি মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমি একজন শিক্ষক, কোটা আন্দোলনে আমার অনেক শিক্ষার্থী আছে। এ বিষয়ে ২০১৮ সালের একটা সিদ্ধান্ত ছিল যেটা আন্দোলনকারীদের পক্ষে গেছে। আমরা আদালতকে সম্মান করি, আদালতের বিষয় আদালতেই সমাধান করতে হবে। আমি একজন শিক্ষক হিসাবে বলব, রাস্তায় না থেকে আদালতের বিষয়টি আদালতেই সমাধান করতে হবে। আমরাও চাই, বিষয়টি খুব সহজেই নিষ্পত্তি হয়ে যাক। মহামান্য প্রধান বিচারপতিও আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের কথা বলেছেন।’

শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহারের আহ্বান জানিয়ে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি করা খুবই অনুচিত। আদালতে গিয়ে যৌক্তিকভাবে বিষয়টি তুলে ধরলে খুব সহজেই সমস্যার সমাধান হয়ে যাবে। পানির মতো সহজ জিনিস জটিল করছে কারা। শিক্ষার্থীরা সহজ বিষয়টা কেন জটিল করছে বুঝে আসছে না।’

যেভাবে বাড়তে থাকে কোটা পদ্ধতি:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা চালু করেন। ওই সময় সরকারি কর্মচারী নিয়োগে ২০ শতাংশ মেধায় (সাধারণ), ৪০ শতাংশ জেলা কোটা এবং ১০ শতাংশ নেওয়া হতো নারী কোটা। আর মুক্তিযোদ্ধাদের জন্য ‘উপহার’ হিসেবে ৩০ শতাংশ কোটা সংরক্ষণ করা ছিল।

১৯৭৬ সালে জেলা কোটা কমিয়ে ২০ শতাংশ করা হয় এবং সাধারণদের জন্য অর্থাৎ মেধা কোটা ২০ শতাংশ থেকে ৪০ শতাংশে উন্নীত করা হয়। ওই বছর মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশই বহাল রাখা হয়। আর নারীদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকে।

পরবর্তীতে ১৯৮৫ সালে কোটা পদ্ধতির সংস্কার করা হয়। ওই বছর প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে ৫ শতাংশ বাড়িয়ে মেধা কোটা ৪৫ শতাংশ করা হয়।

তবে আগের মতোই মুক্তিযোদ্ধা কোটা ৩০ শতাংশ বহাল থাকে। জেলা কোটা ১০ শতাংশ ও নারীদের জন্য ১০ শতাংশ পদ সংরক্ষণ করা হয়। ১৯৮৫ সালে প্রথমবারের মতো উপজাতি ও ক্ষুদ্্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ কোটা যুক্ত করা হয়।

১৯৯৬ সালে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা ব্যবস্থার কিছুটা সংস্কার করেন। ২০০৯ সালের আওয়ামী লীগ সরকারের আমলে জেলাভিত্তিক কোটা নির্ধারণ করা হয়। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার ছেলে ও মেয়ে, নাতি-নাতনি কোটা, জেলা কোটা, উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটা, পোষ্য কোটা ও নারী কোটাসহ বিভিন্ন কোটা রাখা হয়।

সবমিলিয়ে বর্তমানে সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা বহাল ছিল।

নিয়োগে কোটার বিন্যাস:

বর্তমানে মুক্তিযোদ্ধা ৩০ শতাংশ (ছেলে-মেয়ে ও নাতি-নাতনি), নারী ১০ শতাংশ, জেলা কোটা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ৫ শতাংশ। এই ৫৫ শতাংশ কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে ১ শতাংশ পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। বাকি ৪৫ শতাংশ সাধারণদের জন্য বরাদ্দ।

সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, বিভিন্ন করপোরেশন এবং দফতরে সরাসরি নিয়োগে জেলার জনসংখ্যার ভিত্তিতে জেলা কোটা পুননির্ধারণ করা হয়। ২০০১ সালের আদমশুমারির তথ্যের ভিত্তিতে ২০০৯ সালের ২০ ডিসেম্বর জেলাওয়ারি কোটা ঠিক করা হয়।

২০১০ সালের মে মাসে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত পরিপত্রে বলা হয়, জেলা কোটার (১০ শতাংশ) সব পদ জেলার প্রার্থীদের দিয়ে পূরণ সম্ভব না হলে জেলা কোটা জাতীয় মেধা তালিকা থেকে পূরণ করতে হবে।

জেলার জন্য বরাদ্দ কোটায় যোগ্য প্রার্থী বিবেচিত না হলে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ কোটার প্রার্থীদের দিয়ে মুক্তিযোদ্ধা, নারী ও উপজাতীয়দের জন্য জাতীয় মেধা তালিকা প্রণয়ন করতে হবে। এরপর বিশেষ কোটার অধীন স্ব-স্ব কোটার প্রার্থীদের তালিকা থেকে তা পূরণের কথা বলা হয়।

এক্ষেত্রে জেলার কোটাও অন্য কোটায় চলে যাওয়ার অভিযোগ করেন বিশ্লেষকরা। তারা বলেন, এতে নিয়োগে অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে। এসব বিষয় তুলে ধরেই শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা কোটা পদ্ধতির সংস্কার চাচ্ছে।

back to top