বাংলাদেশের বিদেশি মিশনে চলমান পালাবদলের অংশ হিসেবে, সরকারের তরফ থেকে প্রায় ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, “রাষ্ট্রদূতদের পরিবর্তন করার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ এসেছে, সেগুলোও সক্রিয়ভাবে বিবেচনা করা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে (পদোন্নতি, লংকাল রিলিজ) চলে যাবেন। তাদের রিকল (ফেরত) করা হয়েছে এবং আরও প্রায় ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর, রাষ্ট্রীয় স্তরে পরিবর্তন এবং কূটনৈতিক মিশনে বিভিন্ন রাষ্ট্রদূতদের সরানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অনেকের চুক্তি বাতিল করা হয়েছে এবং ফেরত আনা হয়েছে।
এ প্রসঙ্গে, আজাদ মজুমদার আরও জানান, "এ প্রক্রিয়া চলমান আছে এবং কিছু বিষয় প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে চলছে, তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস অপূর্ব জাহাঙ্গীর।
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশের বিদেশি মিশনে চলমান পালাবদলের অংশ হিসেবে, সরকারের তরফ থেকে প্রায় ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি বলেন, “রাষ্ট্রদূতদের পরিবর্তন করার জন্য রাজনৈতিক দলগুলো থেকে যে সুপারিশ এসেছে, সেগুলোও সক্রিয়ভাবে বিবেচনা করা হয়েছে। ডিসেম্বর মাসে বাংলাদেশের বেশ কয়েকজন রাষ্ট্রদূত পিএলআরে (পদোন্নতি, লংকাল রিলিজ) চলে যাবেন। তাদের রিকল (ফেরত) করা হয়েছে এবং আরও প্রায় ২০টি দেশে রাষ্ট্রদূত পরিবর্তন হতে যাচ্ছে।”
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর, রাষ্ট্রীয় স্তরে পরিবর্তন এবং কূটনৈতিক মিশনে বিভিন্ন রাষ্ট্রদূতদের সরানোর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অনেকের চুক্তি বাতিল করা হয়েছে এবং ফেরত আনা হয়েছে।
এ প্রসঙ্গে, আজাদ মজুমদার আরও জানান, "এ প্রক্রিয়া চলমান আছে এবং কিছু বিষয় প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে চলছে, তাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে না।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপপ্রেস অপূর্ব জাহাঙ্গীর।