বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমানো এবং ভাইভার নম্বর কমিয়ে সংশোধন আনা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪-তে। সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানিয়েছে, এই পরিবর্তন ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, সাধারণ প্রার্থীদের জন্য বিসিএস আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এই ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
বিসিএস মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বরও কমিয়ে ২০০ থেকে ১০০ করা হয়েছে। এ ছাড়া মোট পরীক্ষার নম্বর ১১০০ থেকে কমিয়ে ১০০০ করা হয়েছে।
বয়সসীমার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। সংশোধনের ফলে বিধি ১৪-এর উপবিধি (২) ও (৩) বাতিল করা হয়েছে।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর সেই দাবির মুখে ১৮ নভেম্বর বয়সসীমা ৩২ বছর নির্ধারণের অধ্যাদেশ জারি হয়। এই সিদ্ধান্ত স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৪৭তম বিসিএস থেকেই নতুন আবেদন ফি এবং বয়সসীমা কার্যকর হবে।
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার আবেদন ফি কমানো এবং ভাইভার নম্বর কমিয়ে সংশোধন আনা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪-তে। সরকার এ সংক্রান্ত প্রজ্ঞাপনে জানিয়েছে, এই পরিবর্তন ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে।
সংশোধিত বিধিমালা অনুযায়ী, সাধারণ প্রার্থীদের জন্য বিসিএস আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এই ফি ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে।
বিসিএস মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বরও কমিয়ে ২০০ থেকে ১০০ করা হয়েছে। এ ছাড়া মোট পরীক্ষার নম্বর ১১০০ থেকে কমিয়ে ১০০০ করা হয়েছে।
বয়সসীমার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। বিসিএসে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ বছর করা হয়েছে। সংশোধনের ফলে বিধি ১৪-এর উপবিধি (২) ও (৩) বাতিল করা হয়েছে।
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছিল। নতুন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর সেই দাবির মুখে ১৮ নভেম্বর বয়সসীমা ৩২ বছর নির্ধারণের অধ্যাদেশ জারি হয়। এই সিদ্ধান্ত স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, এবং সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৪৭তম বিসিএস থেকেই নতুন আবেদন ফি এবং বয়সসীমা কার্যকর হবে।