প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন সব দলের সঙ্গে আলোচনা করে গণঅভ্যুত্থানের সনদ তৈরি করা হবে। গণঅভ্যুত্থানের সনদের ভিত্তিতেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন।
আজ বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে গঠিত চার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, "এই প্রতিবেদনগুলো আলোচনার ভিত্তি তৈরি করবে এবং জাতীয় ঐক্যের সনদ রচনা করা হবে।"
ইউনূস বলেন, "এটা কোনো চাপিয়ে দেওয়া উদ্যোগ নয়, এটি দেশের মানুষের স্বপ্নের প্রতিফলন। আলোচনা এবং মতৈক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থানের সনদ তৈরি হবে, যা ভবিষ্যতের নির্বাচনের ভিত্তি হবে। এই সনদ জাতীয় প্রতিশ্রুতি হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকবে।"
মুহাম্মদ ইউনূস সংস্কার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক নোট’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, "এই উদ্যোগ ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থানের প্রতীক। আমরা নতুন বাংলাদেশের কাঠামো তৈরি করছি।"
অনুষ্ঠানে চার কমিশনের প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনূস আশা প্রকাশ করেন যে এই সনদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এখন সব দলের সঙ্গে আলোচনা করে গণঅভ্যুত্থানের সনদ তৈরি করা হবে। গণঅভ্যুত্থানের সনদের ভিত্তিতেই হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন।
আজ বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর এ কথা বলেন তিনি।
সংবিধান, নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার নিয়ে গঠিত চার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, "এই প্রতিবেদনগুলো আলোচনার ভিত্তি তৈরি করবে এবং জাতীয় ঐক্যের সনদ রচনা করা হবে।"
ইউনূস বলেন, "এটা কোনো চাপিয়ে দেওয়া উদ্যোগ নয়, এটি দেশের মানুষের স্বপ্নের প্রতিফলন। আলোচনা এবং মতৈক্যের ভিত্তিতে গণঅভ্যুত্থানের সনদ তৈরি হবে, যা ভবিষ্যতের নির্বাচনের ভিত্তি হবে। এই সনদ জাতীয় প্রতিশ্রুতি হিসেবে ইতিহাসের অংশ হয়ে থাকবে।"
মুহাম্মদ ইউনূস সংস্কার কমিশনের প্রতিবেদনকে ‘ঐতিহাসিক নোট’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, "এই উদ্যোগ ধ্বংসপ্রাপ্ত জাতির পুনরুত্থানের প্রতীক। আমরা নতুন বাংলাদেশের কাঠামো তৈরি করছি।"
অনুষ্ঠানে চার কমিশনের প্রধান এবং সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনূস আশা প্রকাশ করেন যে এই সনদের মাধ্যমে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে।