ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বিস্ফোরক থাকার গুজব মিথ্যা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এটি ভিত্তিহীন সংবাদ। এ ধরনের ভুয়া তথ্যদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে, শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে রোম থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ ফ্লাইট। ঢাকায় অবতরণের আগেই উড়োজাহাজটিতে উচ্চমাত্রার ৩৪ কেজি বিস্ফোরক থাকার খবর ছড়িয়ে পড়ে। এ তথ্য আসে একটি পাকিস্তানি নম্বর থেকে, যা ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে ‘বোম্ব থ্রেট’ বার্তা পাঠায়।
খবর পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্যানাইন ইউনিটসহ যৌথ বাহিনী ফ্লাইটটি তল্লাশি চালায়। তবে দীর্ঘ ৩ ঘণ্টার অনুসন্ধানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। দুপুরে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে স্বাভাবিকভাবে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়।
বিমান বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উড়োজাহাজ, যাত্রী ও লাগেজ তল্লাশি করে কোনো ঝুঁকিপূর্ণ বস্তু মেলেনি। নিরাপত্তা কার্যপ্রণালী অনুযায়ী, উড়োজাহাজটি অবতরণের পরপরই নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে ঘিরে রাখা হয় এবং নিরাপদে যাত্রীদের নামানো হয়। নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ ঘোষণা করা হয় এবং দেড়টার মধ্যে যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেন।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, নিরাপত্তা হুমকি সংক্রান্ত প্রটোকল অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
একই দিনে কৃষি বিপণন অধিদপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শুধু পোশাক বদলালেই হবে না, মন ও মানসিকতার পরিবর্তনও জরুরি। দুর্নীতি কমাতে হবে, তাহলেই সবকিছু ভালো হবে।”
সরকার ইতোমধ্যে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক অনুমোদন করেছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান উপদেষ্টা।
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
ইতালির রোম থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে বিস্ফোরক থাকার গুজব মিথ্যা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “এটি ভিত্তিহীন সংবাদ। এ ধরনের ভুয়া তথ্যদাতাদের শনাক্ত করার চেষ্টা চলছে, শনাক্ত করা গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বুধবার সকাল ৯টা ২০ মিনিটে ২৫০ জন যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে রোম থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৫৩৬ ফ্লাইট। ঢাকায় অবতরণের আগেই উড়োজাহাজটিতে উচ্চমাত্রার ৩৪ কেজি বিস্ফোরক থাকার খবর ছড়িয়ে পড়ে। এ তথ্য আসে একটি পাকিস্তানি নম্বর থেকে, যা ভোর ৪টা ৩৭ মিনিটে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে ‘বোম্ব থ্রেট’ বার্তা পাঠায়।
খবর পাওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থান নেয়। সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্যানাইন ইউনিটসহ যৌথ বাহিনী ফ্লাইটটি তল্লাশি চালায়। তবে দীর্ঘ ৩ ঘণ্টার অনুসন্ধানে কোনো বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। দুপুরে যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে স্বাভাবিকভাবে বিমানবন্দর ত্যাগের অনুমতি দেওয়া হয়।
বিমান বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উড়োজাহাজ, যাত্রী ও লাগেজ তল্লাশি করে কোনো ঝুঁকিপূর্ণ বস্তু মেলেনি। নিরাপত্তা কার্যপ্রণালী অনুযায়ী, উড়োজাহাজটি অবতরণের পরপরই নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে ঘিরে রাখা হয় এবং নিরাপদে যাত্রীদের নামানো হয়। নিরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় ‘সিকিউরিটি থ্রেট ক্লিয়ার’ ঘোষণা করা হয় এবং দেড়টার মধ্যে যাত্রীরা বিমানবন্দর ত্যাগ করেন।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, নিরাপত্তা হুমকি সংক্রান্ত প্রটোকল অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছিল।
একই দিনে কৃষি বিপণন অধিদপ্তর পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শুধু পোশাক বদলালেই হবে না, মন ও মানসিকতার পরিবর্তনও জরুরি। দুর্নীতি কমাতে হবে, তাহলেই সবকিছু ভালো হবে।”
সরকার ইতোমধ্যে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর জন্য নতুন পোশাক অনুমোদন করেছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলে জানান উপদেষ্টা।