alt

জাতীয়

ভেনেজুয়েলায় জাহাজের বাংলাদেশী ক্যাপ্টেন-নাবিকের মুক্তির চেষ্টা চলছে

কুটনৈতিক বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ভেনেজুয়েলায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজের ক্যাপ্টেন ও নাবিকের মুক্তির জন্য কুটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ।

ব্রিফিংয়ে ভেনেজুয়েলার বন্দরে আটক ৫০ জন বাংলাদেশি নাবিককে উদ্ধারের জন্য ব্রাসিলিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী করছে, এ সম্পর্কে কোনো অগ্রগতি আছে কি না- এমন প্রশ্নে মুখপাত্র জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় বন্দর ত্যাগের পূর্বে জাহাজের মালামাল লোডিং-এর স্থানীয় নিয়ম অনুযায়ী মাদক বিরোধী অনুসন্ধান প্রটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালীন ভেনেজুয়েলার একজন নাগরিক ও ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ আইনি কার্যক্রম শুরু করেন। জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামালসহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন/মাস্টার মাহবুবুর রহমানকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা দায়ের করা হয়।

রফিকুল আলম জানান, নাবিকদের মুক্ত করা এবং জাহাজকে বন্দর ত্যাগের অনুমতির জন্য সম্ভাব্য সব আইনি প্রক্রিয়া গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার (ভেনেজুয়েলার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) সাহায্যে ব্রাসিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলা দূতাবাসের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এছাড়া, বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও দপ্তরসহ জাহাজের স্বত্বাধিকারী ও এর মাস্টারের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রক্ষা, জাহাজ ও এর মাস্টারের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করা হচ্ছে।

মুখপাত্র জানান, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তিসহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করে নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত ১১ মার্চ পুনরায় কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে দিল্লিকে বার্তা

বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এহেন মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। সেজন্য দিল্লিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছে ঢাকা।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বাংলাদেশ ইস্যুতে করা মন্তব্য নিয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, গত ৭ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এ বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য অযাচিত ও অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন।

ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভারতীয় মিডিয়ার অপপ্রচার

বাংলাদেশবিরোধী ভারতীয় অপপ্রচার বন্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে এক প্রশ্নে রফিকুল আলম বলেন, ভারতীয় অপ্রচার যা আমরা দেখছি তার বেশিরভাগ বেসরকারি পর্যায়ের। বিভিন্ন মিডিয়া হাউস তাদের নিজেদের মতো করে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপ্রচার সঠিকভাবে মোকাবিলা করা খুব একটা সহজ ব্যাপার না। কিন্তু এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার মধ্যে আছে এবং কীভাবে ভালো উপায়ে রেসপন্স করা যায় এই নিশ্চয়তা দিতে পারি।

সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে মুখপাত্র বলেন, গত ৬-৭ মার্চ ২০২৫ কলকাতায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কারিগরি পর্যায়ের সভায় মূল আলোচ্য বিষয় ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময়, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার বিষয়টি এবং আরও অনেক বিষয়।

তিনি বলেন, কিছু বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর কোনো মিনিটসে সই করা হয়নি। তবে এটি অস্বাভাবিক কিছু নয়। কোনো সভায় দুপক্ষ এক বা একাধিক বিষয়ে একমত না হলে মিনিটস স্বাক্ষর নাও হতে পারে। অতীতেও বিভিন্ন সভায় এরকম ঘটনা ঘটেছে। দু-পক্ষ পরে কূটনৈতিক মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে এটি স্বাক্ষর করার প্রচেষ্টা নেবে।

সর্বপ্রাণের নিরাপত্তা বিধান করতে হলে নদী রক্ষা করতে হবে

ছবি

ধর্ষণের শিকার মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না

ছবি

যশোরে প্রশিক্ষণ বিমানের ক্রাশ ল্যান্ডিং, অক্ষত দুই পাইলট

ছবি

সেনাবাহিনীতে অভ্যুত্থানের ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে ভারতের গণমাধ্যম: বাংলাদেশ সরকার

ছবি

মাগুরায় শিশু ধর্ষণের বিচার শুরু ৭ দিনের মধ্যে: আইন উপদেষ্টা

ছবি

নাম পরিবর্তন হলো বঙ্গবন্ধু মেডিকেলসহ তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের

ছবি

জাতিসংঘ মহাসচিব গুতেরেস চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন

ছবি

বিশেষ বিসিএসে ২ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত

ছবি

২০২৬ সালেই এলডিসি থেকে উত্তরণ, চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

ছবি

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও দুই মাস

ছবি

মাগুরার সেই শিশুটি আর নেই

ছবি

রাজধানীর সচিবালয়-শাহবাগসহ কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি

আপিল বিভাগের রায়: প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাবেন দ্বিতীয় শ্রেণির মর্যাদা

ছবি

মাগুরার শিশুটির জীবন সংকটাপন্ন, সেনাবাহিনীর দোয়ার আহ্বান

বিএনপির নামে ছদ্মবেশে আওয়ামী লীগ চাঁদাবাজি করছে: মির্জা আব্বাস

হাবীবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ হত্যার ‘রহস্য উদ্ঘাটন

ছবি

দেশে পাম জাতীয় ফলের আবাদ বাড়ানোর পরিকল্পনা

‘ওসিকে বলেন আসতে, আমি ইউনিয়ন ছাত্রদলের প্রেসিডেন্ট’

জাতিসংঘের মহাসচিব আসছেন বৃহস্পতিবার

ছবি

পাকিস্তানে ট্রেন ছিনতাই : ১৯০ জিম্মি উদ্ধার, ৩০ হামলাকারী নিহত

ছবি

ঢাকায় রাস্তা খোঁড়াখুঁড়িতে লাগবে পুলিশের অনুমতি

ছবি

এবার সেনাবাহিনীর ১৬ স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম বদল

ধর্ষণবিরোধী গণপদযাত্রা: পুলিশের ওপর হামলার অভিযোগে ১২ জনের নামে মামলা

ছবি

টিসিবির ট্রাকসেল: ‘যতলোক লাইনে দাঁড়াইছে আজ আর পণ্য পাবানা’

মাগুরার শিশুটির অবস্থার ‘অবনতি’, তিন আসামির ডিএনএ নমুনা সংগ্রহ

ছবি

নারী ও কন্যার প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে

ধর্ষণ মামলার বিচার অধ্যাদেশের খসড়া তৈরি, জানালেন আইন উপদেষ্টা

রিসিভার নয়, নিজস্ব ব্যবস্থাপনায় চলবে বেক্সিমকো গ্রুপ : হাইকোর্ট

ছবি

সারাদেশে সরকারি হাসপাতালে কর্মবিরতি

ছবি

শাপলা চত্বরে ‘গণহত্যার’ অভিযোগে হাসিনাসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি

ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে আইন সংশোধনের উদ্যোগ

ছবি

ঈদের আগেই বিভক্ত হচ্ছে এনবিআর

ছবি

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সফরে জাতিসংঘ মহাসচিব

ছবি

কক্সবাজারে এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা

ছবি

‘স্ট্যান্ড ফর এনআইডি’ কর্মসূচিতে ইসি কর্মকর্তারা

ছবি

সচিবালয়ের অভিমুখে চিকিৎসকদের লংমার্চ পথে পুলিশি বাধা

tab

জাতীয়

ভেনেজুয়েলায় জাহাজের বাংলাদেশী ক্যাপ্টেন-নাবিকের মুক্তির চেষ্টা চলছে

কুটনৈতিক বার্তা পরিবেশক

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫

ভেনেজুয়েলায় বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজের ক্যাপ্টেন ও নাবিকের মুক্তির জন্য কুটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে। আজ বৃহস্পতিবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম ।

ব্রিফিংয়ে ভেনেজুয়েলার বন্দরে আটক ৫০ জন বাংলাদেশি নাবিককে উদ্ধারের জন্য ব্রাসিলিয়াতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কী করছে, এ সম্পর্কে কোনো অগ্রগতি আছে কি না- এমন প্রশ্নে মুখপাত্র জানান, বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি মেঘনা প্রেস্টিজ গত ২৯ জানুয়ারি ভেনেজুয়েলায় বন্দর ত্যাগের পূর্বে জাহাজের মালামাল লোডিং-এর স্থানীয় নিয়ম অনুযায়ী মাদক বিরোধী অনুসন্ধান প্রটোকল অনুযায়ী জাহাজের নিমজ্জিত অংশ পরিদর্শনকালীন ভেনেজুয়েলার একজন নাগরিক ও ডুবুরি প্রাণ হারান এবং অপর একজন ডুবুরি আহত হন। এ ঘটনায় ভেনেজুয়েলা কর্তৃপক্ষ আইনি কার্যক্রম শুরু করেন। জাহাজটি স্থানীয় কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নাবিক ও মালামালসহ আটক করা হয়। জাহাজের ক্যাপ্টেন/মাস্টার মাহবুবুর রহমানকে বিগত ৩০ জানুয়ারি স্থানীয় পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং দুটি মামলা দায়ের করা হয়।

রফিকুল আলম জানান, নাবিকদের মুক্ত করা এবং জাহাজকে বন্দর ত্যাগের অনুমতির জন্য সম্ভাব্য সব আইনি প্রক্রিয়া গ্রহন করা হয়েছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ দূতাবাস, ব্রাসিলিয়ার (ভেনেজুয়েলার সমবর্তী দায়িত্বপ্রাপ্ত) সাহায্যে ব্রাসিলিয়াতে অবস্থিত ভেনেজুয়েলা দূতাবাসের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কূটনৈতিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে।

এছাড়া, বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি মন্ত্রণালয় ও দপ্তরসহ জাহাজের স্বত্বাধিকারী ও এর মাস্টারের সঙ্গে অব্যাহতভাবে যোগাযোগ রক্ষা, জাহাজ ও এর মাস্টারের মুক্তির লক্ষ্যে সংশ্লিষ্টদের পরামর্শ গ্রহণ এবং এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় করা হচ্ছে।

মুখপাত্র জানান, বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং এটিকে সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত আছে। যেহেতু বিষয়টি আইনি প্রক্রিয়াধীন এবং জাহাজের ক্যাপ্টেন বর্তমানে পুলিশ হেফাজতে মামলার আওতাধীন, সেহেতু ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানোর জন্য ক্যাপ্টেনের মুক্তি ও জাহাজের বন্দর ত্যাগের উদ্দেশ্যে আইনি যুক্তিসহ চলমান মামলার ইংরেজিতে প্রস্তুতকৃত একটি আইনি সারসংক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ করে নৌপরিবহন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ কেসের অগ্রগতির বিষয়ে সার্বিক তথ্য জানতে চেয়ে ভেনেজুয়েলা সরকারকে গত ১১ মার্চ পুনরায় কূটনৈতিক চিঠি দেওয়া হয়েছে।

অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে দিল্লিকে বার্তা

বাংলাদেশের জাতীয় নির্বাচন, সংখ্যালঘুদের ওপর নির্যাতনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে ভারতের এহেন মন্তব্য ভালোভাবে নেয়নি ঢাকা। সেজন্য দিল্লিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বার্তা দিয়েছে ঢাকা।

সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বাংলাদেশ ইস্যুতে করা মন্তব্য নিয়ে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, গত ৭ মার্চ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্যের বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বাংলাদেশের নির্বাচন, সার্বিক আইনশৃঙ্খলা ও সংখ্যালঘু সম্পর্কিত বিষয়সমূহ নিয়ে মন্তব্য করা হয়েছে। বাংলাদেশ মনে করে, এ বিষয়সমূহ একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং এ ধরনের মন্তব্য অযাচিত ও অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল। এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার ভুল প্রতিফলন।

ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে মুখপাত্র বলেন, বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাস করে। পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং বোঝাপড়ার ভিত্তিতে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আশা করি যে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের মন্তব্যের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ভারতীয় মিডিয়ার অপপ্রচার

বাংলাদেশবিরোধী ভারতীয় অপপ্রচার বন্ধে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় নিয়ে এক প্রশ্নে রফিকুল আলম বলেন, ভারতীয় অপ্রচার যা আমরা দেখছি তার বেশিরভাগ বেসরকারি পর্যায়ের। বিভিন্ন মিডিয়া হাউস তাদের নিজেদের মতো করে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপ্রচার সঠিকভাবে মোকাবিলা করা খুব একটা সহজ ব্যাপার না। কিন্তু এ বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনার মধ্যে আছে এবং কীভাবে ভালো উপায়ে রেসপন্স করা যায় এই নিশ্চয়তা দিতে পারি।

সম্প্রতি বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক নিয়ে মুখপাত্র বলেন, গত ৬-৭ মার্চ ২০২৫ কলকাতায় বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গঙ্গার পানি বণ্টনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কারিগরি পর্যায়ের সভায় মূল আলোচ্য বিষয় ছিল ভারত ও বাংলাদেশের মধ্যে বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময়, সীমান্ত নদীগুলোকে কেন্দ্র করে দুই দেশের পরিকল্পনার বিষয়টি এবং আরও অনেক বিষয়।

তিনি বলেন, কিছু বিষয়ের আলোচনায় কোনো সিদ্ধান্তে না আসতে পারার কারণে বৈঠকের পর কোনো মিনিটসে সই করা হয়নি। তবে এটি অস্বাভাবিক কিছু নয়। কোনো সভায় দুপক্ষ এক বা একাধিক বিষয়ে একমত না হলে মিনিটস স্বাক্ষর নাও হতে পারে। অতীতেও বিভিন্ন সভায় এরকম ঘটনা ঘটেছে। দু-পক্ষ পরে কূটনৈতিক মাধ্যমে মতৈক্যের ভিত্তিতে এটি স্বাক্ষর করার প্রচেষ্টা নেবে।

back to top