আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল
প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান, রেস্তরাঁয় হামলা, ভাঙচুর, লুটপাটের ‘নিন্দা’ জানানোর পাশাপাশি সরকারের ‘ব্যর্থতার’ সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বিশ্ব দরবারে সরকার ও দেশের বদনাম হচ্ছে বলেও মন্তব্য তার।
তিনি বলেন, ‘প্রতিবাদ ও বিক্ষোভ চলাকালে দেশের কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই । আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষ্যণীয়, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষ্যণীয়। তাদের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। তাহলে বাংলাদেশের নামে এই বদনামটাকে আমাদের নিতে হতো না।’
মঙ্গলবার দুপুরে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকা- ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সালাহউদ্দিন বলেন, ‘প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্রের মধ্যে আশ্রিত ইসরায়েলিরা আপন দেশে প্যালেস্টাইনিদের পরবাসী বানাচ্ছে। অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, পরাশক্তি তারা নির্বিকার, এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার নয়। আমরা অবিলম্বে প্যালেস্টাইনের গাজা, রাফায় গণহত্যা বন্ধ চাই।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সারা বিশ্বে ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে দিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃত দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা বিশ্বের মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কাঁদতো।’
ইসরায়েলের সমস্ত পণ্য বর্জনের ঘোষণা দিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সারা পৃথিবীতে আজকে এক কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে। এজন্য আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করবো। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করবো। প্রতিবাদ ও বিক্ষোভ চলাকালে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে। আমরা তার নিন্দা জানাই।’
‘প্যালেস্টাইন জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে’ খুব শিগগিরই বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলো যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, অথচ সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গাজা ও রাফায়, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না। নিন্দা জানাই জাতিসংঘকে, যারা সারা বিশ্বের শান্তি নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু মুসলমানদের ছোট্ট একটা আবাসভূমি গাজায় লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে সে ব্যাপারে কোনো কথা বলছেন না, ব্যবস্থা নিচ্ছেন না। ধিক্কার জানাই সারা বিশ্বের মুসলমানদের যারা আজ পর্যন্ত কোনো প্রতিবাদ না জানিয়ে মোড়ল সেজে বসে আছেন।’
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা প্যালেস্টাইনের প্রশ্নে এক ও ঐক্যবদ্ধ রয়েছে সেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এর দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন।’
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ পরোক্ষভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে বাটা, কেএফসিসহ বিভিন্ন দোকান, রেস্তরাঁয় হামলা, ভাঙচুর, লুটপাটের ‘নিন্দা’ জানানোর পাশাপাশি সরকারের ‘ব্যর্থতার’ সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতায় বিশ্ব দরবারে সরকার ও দেশের বদনাম হচ্ছে বলেও মন্তব্য তার।
তিনি বলেন, ‘প্রতিবাদ ও বিক্ষোভ চলাকালে দেশের কিছু স্থাপনায় হামলা হয়েছে আমরা তার নিন্দা জানাই । আমরা বলতে চাই, সরকারের ব্যর্থতা এখানে লক্ষ্যণীয়, আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা এখানে লক্ষ্যণীয়। তাদের উচিত ছিল আগে থেকে সতর্কতা অবলম্বন করা। তাহলে বাংলাদেশের নামে এই বদনামটাকে আমাদের নিতে হতো না।’
মঙ্গলবার দুপুরে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান হত্যাকা- ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সালাহউদ্দিন বলেন, ‘প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইন্দো-মার্কিন ষড়যন্ত্রের মাধ্যমে প্যালেস্টাইন রাষ্ট্রের মধ্যে আশ্রিত ইসরায়েলিরা আপন দেশে প্যালেস্টাইনিদের পরবাসী বানাচ্ছে। অথচ সারা বিশ্বের মুসলিম বিশ্ব, পরাশক্তি তারা নির্বিকার, এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার নয়। আমরা অবিলম্বে প্যালেস্টাইনের গাজা, রাফায় গণহত্যা বন্ধ চাই।’
বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার পরোক্ষভাবে ইসরায়েলকে সমর্থন দিয়েছিল। তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সারা বিশ্বে ভ্রমণে যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে দিয়েছিল। তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃত দিয়েছিল। অথচ তারা বাংলাদেশের মুসলমানদের পক্ষে, সারা বিশ্বের মুসলমানদের পক্ষে মায়া কান্নাও কাঁদতো।’
ইসরায়েলের সমস্ত পণ্য বর্জনের ঘোষণা দিয়ে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সারা পৃথিবীতে আজকে এক কণ্ঠে উচ্চারিত হচ্ছে, ইসরায়েলকে যারা মদদ দিচ্ছে তাদেরকে সমস্ত মদদ বন্ধ করতে হবে। এজন্য আমরা ইসরায়েলের সমস্ত পণ্য বর্জন করবো। তার মানে এই না যে আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা করবো। প্রতিবাদ ও বিক্ষোভ চলাকালে বাংলাদেশে কিছু স্থাপনায় হামলা হয়েছে। আমরা তার নিন্দা জানাই।’
‘প্যালেস্টাইন জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে’ খুব শিগগিরই বিএনপি কেন্দ্রীয়ভাবে একটি বৃহৎ কর্মসূচির আয়োজন করবে বলেও জানান সালাহউদ্দিন আহমদ।
বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, ‘মানবাধিকার সংগঠনগুলো যারা সারা বিশ্বে মানবাধিকার নিয়ে কাজ করে, অথচ সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গাজা ও রাফায়, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছেন না। নিন্দা জানাই জাতিসংঘকে, যারা সারা বিশ্বের শান্তি নিয়ে কাজ করে যাচ্ছেন। কিন্তু মুসলমানদের ছোট্ট একটা আবাসভূমি গাজায় লক্ষ লক্ষ মানুষকে যখন নির্বিচারে হত্যা করা হচ্ছে, নির্বাসিত করা হচ্ছে সে ব্যাপারে কোনো কথা বলছেন না, ব্যবস্থা নিচ্ছেন না। ধিক্কার জানাই সারা বিশ্বের মুসলমানদের যারা আজ পর্যন্ত কোনো প্রতিবাদ না জানিয়ে মোড়ল সেজে বসে আছেন।’
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারা বিশ্বের সাধারণ শিক্ষার্থীরা প্যালেস্টাইনের প্রশ্নে এক ও ঐক্যবদ্ধ রয়েছে সেখানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে হামলার ঘটনা ঘটেছে, এর দ্বারা বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারকে অনুরোধ জানাচ্ছি আপনারা ব্যবস্থা নিন।’
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।