বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র বাংলাদেশিদের—এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেন, বাংলাদেশে গণতন্ত্র, উগ্রবাদ এবং সাম্প্রতিক বিক্ষোভসহ যেসব বিষয় সামনে এসেছে, সেগুলো বাংলাদেশের কর্তৃপক্ষের দেখভালের বিষয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার (স্থানীয় সময়) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন টমি ব্রুস। এক সাংবাদিক ইসলামি উগ্রবাদের আশঙ্কা, মার্কিন ব্র্যান্ডে হামলা ও বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয় উল্লেখ করলে মুখপাত্র বলেন, এসব বিষয়কে তারা ‘নির্দিষ্ট প্রেক্ষাপটে’ আলাদাভাবে মূল্যায়ন করবেন।
টমি ব্রুস বলেন, "শেষ পর্যন্ত, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবেন। গণতন্ত্র গুরুত্বপূর্ণ, এবং সমস্যাগুলোর সমাধানে বাস্তব পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ।"
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সংক্রান্ত নানা প্রতিবেদন পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে কথাও বলছে।
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র বাংলাদেশিদের—এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রুস বলেন, বাংলাদেশে গণতন্ত্র, উগ্রবাদ এবং সাম্প্রতিক বিক্ষোভসহ যেসব বিষয় সামনে এসেছে, সেগুলো বাংলাদেশের কর্তৃপক্ষের দেখভালের বিষয়।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে মঙ্গলবার (স্থানীয় সময়) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন টমি ব্রুস। এক সাংবাদিক ইসলামি উগ্রবাদের আশঙ্কা, মার্কিন ব্র্যান্ডে হামলা ও বঙ্গবন্ধুর নাতনি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিষয় উল্লেখ করলে মুখপাত্র বলেন, এসব বিষয়কে তারা ‘নির্দিষ্ট প্রেক্ষাপটে’ আলাদাভাবে মূল্যায়ন করবেন।
টমি ব্রুস বলেন, "শেষ পর্যন্ত, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশিরাই নির্ধারণ করবেন। গণতন্ত্র গুরুত্বপূর্ণ, এবং সমস্যাগুলোর সমাধানে বাস্তব পদক্ষেপ আরও গুরুত্বপূর্ণ।"
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সংক্রান্ত নানা প্রতিবেদন পর্যবেক্ষণ করছে এবং সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশের সঙ্গে কথাও বলছে।