রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ -সংবাদ
প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়ন করার সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর ক্ষমতাসংক্রান্ত একাধিক বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে দলটি। ‘দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়’এমন প্রস্তাবের সঙ্গে কমিশনের সঙ্গে একমতে থাকতে পারছে না বলে জানিয়ে দিয়েছে দলটি। সেই সঙ্গে একই ব্যক্তি সরকারপ্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এমন প্রস্তাবেও দ্বিমত আছে দলটির।
পার্টিপ্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বিষয়ে বিএনপি একমত নয়
দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি
রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, বিষয়টি এমনভাবে বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। তবে প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত আমরা।’ টানা দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তবে এক বছর গ্যাপ হলে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নাই বলে মত দিয়েছে দলটি।
পার্টিপ্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই প্রস্তাবেরও বিএনপি বিরোধিতা করেছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়ার সুপারিশ করেন তিনি। সংসদ নেতা কে হবেন, তা সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও প্রস্তাব তার।
নারীদের জন্য সংসদে ৫০ থেকে ১০০ আসন করায় মত দিয়েছে বিএনপি। তবে এটি পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়ন করার কথা বলেছেন তিনি। উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ করার বিষয়ে তারা একমত হওয়ার কথা জানান সালাহউদ্দিন আহমেদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান পাস হওয়ার পরই উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বিষয়েও বিএনপি একমত নয়। কারণ হিসেবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এনসিসিকে অতিরিক্ত ক্ষমতা দিলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যক্ষমতা সীমিত হয়ে পড়বে।’ কেয়ারটেকার সরকারের বিধান রাখার বিষয়ে বিএনপি সম্মত হলেও, এর মেয়াদ ৯০ দিন হওয়া উচিত বলে মত দিয়েছে দলটি।
অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা যেন স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে পারেন, সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘একই ব্যক্তি সরকারপ্রধান ও দলীয়প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টিপ্রধানই সরকারপ্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদের সেই ক্ষমতা দিয়েছে।’
বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয়। এতদিন পরে নাম পরিবর্তনের যৌক্তিকতা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বিভ্রান্তির সুযোগ নেই।’ তিনি বলেন, ‘সেখানে ধর্মনিরপেক্ষ বা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছেন। আমরা সেখানে একমত হয়েছি।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংবিধানে জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির বিষয়ে একমত বিএনপি। তবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় রাষ্ট্রকে। মৌলিক অধিকার বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার বিষয়টিও দেখতে হবে। তাই আমরা বলেছি, সংবিধানে অনেকগুলো বিষয় যুক্ত না করে, যা রাষ্ট্রের বাস্তবায়নের সক্ষমতা রয়েছে তাই করতে।’
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি। কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে দ্বিমত জানিয়েছি। গণতন্ত্রে মত-দ্বিমত থাকাই স্বাভাবিক। কারণ আমরা বাকশালে বিশ্বাস করি না। যেখানে এমন কিছু করা হয়, যাতে সবাই একমত হতে হয়।’
সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। গত বৃহস্পতিবারও কমিশনের সঙ্গে আলোচনায় বসেছিল বিএনপি। সেদিন দিনভর আলোচনা চললেও আলোচনা শেষ হয়নি। প্রথম দিনের বৈঠকে প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগের সংস্কার নিয়ে আলোচনা করে বিএনপি। রোববার আলোচনা শুরুর আগে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার আমাদের আলোচনা যে পর্যায়ে ছিল (রোববার) দ্বিতীয় দিনের আলোচনা সেখান থেকে শুরু হবে। রোববার আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কারের মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। তাদের আশা ছিল বিকেলের মধ্যে সব আলোচনা সম্পন্ন হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনার সর্বশেষ তথ্য পাওয়া যায়নি।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। কমিশনের পক্ষ থেকে বৈঠকে আরও ছিলেন, বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।
রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ -সংবাদ
রোববার, ২০ এপ্রিল ২০২৫
প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়ন করার সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর ক্ষমতাসংক্রান্ত একাধিক বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে দলটি। ‘দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়’এমন প্রস্তাবের সঙ্গে কমিশনের সঙ্গে একমতে থাকতে পারছে না বলে জানিয়ে দিয়েছে দলটি। সেই সঙ্গে একই ব্যক্তি সরকারপ্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এমন প্রস্তাবেও দ্বিমত আছে দলটির।
পার্টিপ্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই প্রস্তাবের বিরোধিতা করেছে বিএনপি
জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বিষয়ে বিএনপি একমত নয়
দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি
রোববার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, বিষয়টি এমনভাবে বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। তবে প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত আমরা।’ টানা দু’বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তবে এক বছর গ্যাপ হলে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নাই বলে মত দিয়েছে দলটি।
পার্টিপ্রধান প্রধানমন্ত্রী হতে পারবেন না, এই প্রস্তাবেরও বিএনপি বিরোধিতা করেছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ। বিষয়টি দলের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেয়ার সুপারিশ করেন তিনি। সংসদ নেতা কে হবেন, তা সংখ্যাগরিষ্ঠ দলের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলেও প্রস্তাব তার।
নারীদের জন্য সংসদে ৫০ থেকে ১০০ আসন করায় মত দিয়েছে বিএনপি। তবে এটি পরবর্তী সংসদে বিস্তারিত আলোচনার পর বাস্তবায়ন করার কথা বলেছেন তিনি। উচ্চকক্ষের সদস্য সংখ্যা ১০০ করার বিষয়ে তারা একমত হওয়ার কথা জানান সালাহউদ্দিন আহমেদ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান পাস হওয়ার পরই উচ্চকক্ষের সদস্য নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা করা যেতে পারে বলে বৈঠকে উল্লেখ করেন তিনি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বিষয়েও বিএনপি একমত নয়। কারণ হিসেবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এনসিসিকে অতিরিক্ত ক্ষমতা দিলে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যক্ষমতা সীমিত হয়ে পড়বে।’ কেয়ারটেকার সরকারের বিধান রাখার বিষয়ে বিএনপি সম্মত হলেও, এর মেয়াদ ৯০ দিন হওয়া উচিত বলে মত দিয়েছে দলটি।
অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশ্লিষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা যেন স্বাধীনভাবে নিজেদের মতামত দিতে পারেন, সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘একই ব্যক্তি সরকারপ্রধান ও দলীয়প্রধান হতে পারবেন না, এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টিপ্রধানই সরকারপ্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদের সেই ক্ষমতা দিয়েছে।’
বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয়। এতদিন পরে নাম পরিবর্তনের যৌক্তিকতা নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে বিভ্রান্তির সুযোগ নেই।’ তিনি বলেন, ‘সেখানে ধর্মনিরপেক্ষ বা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছেন। আমরা সেখানে একমত হয়েছি।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘সংবিধানে জনগণের মৌলিক অধিকার হিসেবে ইন্টারনেট প্রাপ্তির বিষয়ে একমত বিএনপি। তবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হয় রাষ্ট্রকে। মৌলিক অধিকার বাড়ানোর ক্ষেত্রে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার বিষয়টিও দেখতে হবে। তাই আমরা বলেছি, সংবিধানে অনেকগুলো বিষয় যুক্ত না করে, যা রাষ্ট্রের বাস্তবায়নের সক্ষমতা রয়েছে তাই করতে।’
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি। কিছু কিছু বিষয়ে তাদের সঙ্গে দ্বিমত জানিয়েছি। গণতন্ত্রে মত-দ্বিমত থাকাই স্বাভাবিক। কারণ আমরা বাকশালে বিশ্বাস করি না। যেখানে এমন কিছু করা হয়, যাতে সবাই একমত হতে হয়।’
সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে পাঁচটি কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে দ্বিতীয় দিনের মতো জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বসে বিএনপির পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল। গত বৃহস্পতিবারও কমিশনের সঙ্গে আলোচনায় বসেছিল বিএনপি। সেদিন দিনভর আলোচনা চললেও আলোচনা শেষ হয়নি। প্রথম দিনের বৈঠকে প্রজাতন্ত্র, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, আইন বিভাগের সংস্কার নিয়ে আলোচনা করে বিএনপি। রোববার আলোচনা শুরুর আগে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার আমাদের আলোচনা যে পর্যায়ে ছিল (রোববার) দ্বিতীয় দিনের আলোচনা সেখান থেকে শুরু হবে। রোববার আলোচনায় জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), নির্বাচনব্যবস্থা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সংবিধান সংস্কারের মতো বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি। তাদের আশা ছিল বিকেলের মধ্যে সব আলোচনা সম্পন্ন হবে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আলোচনার সর্বশেষ তথ্য পাওয়া যায়নি।
বিএনপির প্রতিনিধিদলে আরও ছিলেন, দলটির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাঈল জবিউল্লাহ, আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ও সাবেক সচিব মনিরুজ্জামান খান।
বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ। কমিশনের পক্ষ থেকে বৈঠকে আরও ছিলেন, বিচারপতি মো. এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।