image
ছবি : প্রধান উপদেষ্টার ফেইসবুক স্টারলিংকের সেবা মে মাসের মধ্যে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে স্পেসএক্স কর্মকর্তা

মে মাসে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হতে পারে

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আগামী মে মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হতে পারে বলে জানিয়েছেন স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

স্টারলিংকের মূল প্রতিষ্ঠান স্পেসএক্সের এই কর্মকর্তা বুধবার (২৩ এপ্রিল) কাতারে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ তথ্য দিয়েছেন।

দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে ওই বৈঠকে ড্রেয়ার বলেন, তারা বাংলাদেশে স্টারলিংকের সেবা চালুর প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছেন। আগামী মে মাসের মধ্যে এটি কারিগরিভাবে চালু করতে তার টিমকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।

স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে দুই দশক ধরে কাজ করছেন লরেন ড্রেয়ার।

বৈঠকে স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালুর ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয় তার। এ সময় স্পেসএক্সের সেবা চালুর ব্যাপারে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বের উন্নতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেন ড্রেয়ার।

বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট চালুর উদ্যোগের অগ্রগতির খবরে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। লরেন ড্রেয়ারকে তিনি বলেন, বাংলাদেশে এটি বড় খবর। লোকজন এই ইন্টারনেট চালুর অপেক্ষায় দিন গুনছে। আর যখন সেই সময় আসবে, সেটি হবে বিশাল উদযাপনের বিষয়।

আলোচনা ও অংশীদারত্বের মধ্য দিয়ে বাংলাদেশে পুরোদমে স্যাটেলাইট ইন্টারনেট চালুর আগে কারিগরিভাবে এটি চালুর প্রত্যাশা করা হচ্ছে। পুরোদমে এটি চালু করতে চূড়ান্ত কিছু বিষয় ঝুলে আছে।

এছাড়া স্পেসএক্সের কার্যক্রমে ডিজিটাল লেনদেনের সহায়ক হিসেবে পেপালের কার্যক্রমও বাংলাদেশে চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রধান উপদেষ্টাকে লরেন ড্রেয়ার বলেন, শুরু থেকেই এটি ছিল তাদের অন্যতম সুসংগঠিত ও কার্যকরী উদ্যোগ।

ড্রেয়ারের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

চার দিনের সফরে মুহাম্মদ ইউনূস গত সোমবার রাতে কাতারে পৌঁছান। পরদিন আর্থনা সম্মেলনে বক্তৃতা দেয়ার পাশাপাশি তিনি ব্যস্ত সময় পার করেন। সম্মেলনের ফাঁকে তিনি বেশ কয়েকটি বৈঠক করেন।

কাতারের আমিরের মা ও কাতার ফাউন্ডেশনের চেয়ারপারসন শেখ মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

এছাড়া কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ বিন খলিফা আল-থানি, কাতার চ্যারিটির আন্তর্জাতিক অপারেশনস সেক্টরের সহকারী প্রধান নির্বাহী কর্মকর্তা নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি ও কাতারের জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গেও বৈঠক করেন মুহাম্মদ ইউনূস।

‘জাতীয়’ : আরও খবর

» শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

সম্প্রতি