alt

জাতীয়

শাজাহান খান, আতিকুল ইসলাম ও সৈকত রিমান্ডে ইনু-মেনন-পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

গত জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যার এক মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে একদিন এবং সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।

সকালে কড়া নিরাপত্তায় মামলার আসামিদের আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসান শাজাহান, আতিকুল এবং সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক শাজাহানকে একদিনের এবং আতিকুল ও সৈকতের দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সে সময় লর্ড হার্ডিঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের চোখে গুলি লাগে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে বলেন, এটি ‘হত্যা মামলা। ‘তারা আন্দোলনের সময় শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। আন্দোলন দমাতে যা যা করার করেছে।’ শাজাহান খানের পক্ষে তার আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন, ‘শাজাহান খান ৮ বারের এমপি।’ এ কথায় বিএনপিপন্থি আইনজীবীরা চিৎকার করে শাজাহানের উদ্দেশে বলে ওঠেন ‘অবৈধ এমপি’।

তখন শাজাহান খানের আইনজীবী বলেন, ‘বিএনপির আমলেও তিনি নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই নির্বাচনও কি অবৈধ ছিল।’ আইনজীবী বলেন, ‘শাজাহান খানের বয়স ৭৬ বছর, তিনি বৃদ্ধ মানুষ। তাকে একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে কোনো অগ্রগতি নাই। ন্যায় বিচারের সঙ্গে রিমান্ড বাতিল করবেন। আর এজাহারে বলা হয়েছে পুলিশের গুলিতে নিহত হয়েছে। উনি তো আর পুলিশের কেউ না।’

এ সময় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত হাত উঁচিয়ে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। আদালত অনমুতি দিলে সৈকত বলেন, ‘আমি মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। ছাত্রলীগ খুনি দল নয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আছি। আমি ছাত্রলীগের গর্বিত কর্মী।’ এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন সৈকত। আদালতে হট্টগোল শুরু হয়। এরই মাঝে কথা চালিয়ে যান সৈকত।

তিনি বলেন, ‘আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকা-ও হয়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই’ সৈকতের কথায় এই পর্যায়ে ফের আদালত কক্ষে ‘হট্টগোল’ শুরু হয়। তখন বিচারক তাকে থামতে বলেন।

এরপর প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘শাজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আন্দোলনের সময় গণভবনের মিটিং উপস্থিত ছিলেন। তিনি পরিবহন সম্রাটও।’ এ সময় আদালতকে সালাম দিয়ে শাজাহান খান নিজের পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘আমার ৫টা ব্লক। ২০২৩ সালে এনজিওগ্রাম করি। চিকিৎসক জানিয়েছিলেন এক বছর পর দেখে ব্যবস্থা নিবেন। কিন্তু ’২৪ এর জুলাইয়ের আন্দোলনের কারণে যেতে পারিনি।

‘আমাকে গ্রেপ্তারের পর চারদিনের রিমান্ড দেয়া হয়। দুইদিন পরই হাসপাতাল নেয়া হয়। এরপর দুই বার হাসপাতালে ভর্তি করা হয়। রিমান্ড দিলে যেন জেলগেইটে জিজ্ঞাসাবাদ করা হয়।’ এরপর সৈকত ফের বলেন, ‘আমি ছাত্রলীগের কর্মী। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকা-ের ঘটনা ঘটেনি।’

এ সময় আইনজীবীরা আবার আদালত কক্ষে চিৎকার, চেঁচামেচি শুরু করেন। তখন সৈকতের পাশে দাঁড়ান শাজাহান খান। আদালতের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, ‘একজন বন্দি কথা বলায় আপনার সামনে আইনজীবীরা কীভাবে থ্রেট দিচ্ছে। এর বিচার আপনাকেই করতে হবে।’ শাজাহানের এই কথায় আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বলতে থাকেন, শাজাহান খান ‘তাদের থ্রেট দিচ্ছেন’।

ওমর ফারুক বলেন, ‘কোর্টের পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবার দায়িত্ব। আসামিরা এ ধরনের কথা বললে আমরাও কথা বলবো।’ পরে আদালত শাজাহান খান, আতিকুল ইসলাম এবং সৈকতকে রিমান্ডে পাঠানোর আদেশ দেয়। আদালত থেকে হাজতখানায় নেয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাজাহান খান।

রিমান্ডে আরও যারা

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আরও ৬ জনকে এ দিন বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

এর মধ্যে ভাটারা থানার মনির হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, বাড্ডা থানার আরেক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক এবং কোতোয়ালি থানার এক মামলায় দিলীপ কুমার আগারওয়ালাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত।

ইনু-মেনন-পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি, ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, অ্যাভোকেট কামরুল ইসলাম, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, গোলাম কিবরিয়া মজুমদার, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যান: তারেক রহমান

নির্বাচনে একক প্রার্থী দিতে ‘একমত’ ৫ ইসলামী দল

ছবি

২০ বছর ধরে ঘুমে সৌদির যুবরাজ

বাজারে সিন্ডিকেটের কবলে পণ্য, কৃষকের উৎপাদন খরচই উঠছে না

ছবি

মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারে পরোয়ানা

গ্রেপ্তারের পূর্বানুমতি: ডিএমপির নির্দেশনা ৩ মাসের জন্য স্থগিত

ছবি

কুয়েটে হল খুলেছে, ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

ছবি

প্রধান আসামি মেহরাজসহ গ্রেপ্তার দুই

ছবি

শ্রমিকের পক্ষে দাঁড়ানোয় মালিকদের ক্ষোভে উপদেষ্টা, বৈষম্য দূর করতে আইনগত সুরক্ষা জোরালো করার তাগিদ

স্বল্পোন্নত দেশ থেকে ‘অকালীন উত্তরণ’, ভারতের ‘বেশি লাভ’ দেখছেন অর্থনীতিবিদ

ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল

সীমান্তের সব ভিডিও সত্য নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

মন্ত্রণালয়ের কমিটিতে ‘ভরসা’ নেই পলিটেকনিক শিক্ষার্থীদের

রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

রোহিঙ্গা প্রত্যাবর্তনে কাতারের জোরালো ভূমিকার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রাইম এশিয়ার ছাত্র খুনের প্রধান আসামি মেহরাজ গ্রেপ্তার

ছবি

৫ আগস্ট সংসদ ভবনে পালিয়ে থাকার তথ্য দিলেন পলক, সঙ্গে ছিলেন ‘স্পিকারসহ ১২ জন’

ছবি

মে মাসের মধ্যে বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু হতে পারে

ছবি

টিসিবির ফ্যামিলি কার্ডে অনিয়ম, এক বাড়িতে তিনটি কার্ড: বাণিজ্য উপদেষ্টা

ছবি

আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়লেন ব্যারিস্টার তুরিন আফরোজ

ছবি

সরকার পতনের দিনে সংসদ ভবনে আশ্রয়, ‘রাত আড়াইটা পর্যন্ত’ ছিলেন পলকসহ ১২ জন

ছবি

কাশ্মীরে জঙ্গি হামলায় শোক জানালেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

ছবি

রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের জোরালো ভূমিকা প্রত্যাশা ইউনূসের

ছবি

মেজর সিনহা হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হাইকোর্টে

ছবি

মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা মামলার বিচার শুরু, চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন

ছবি

মহানবীকে ‘কটূক্তি’র অভিযোগে কোহিনূর কেমিক্যালসের কর্মকর্তা পুলিশ হেফাজতে

ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তারে অনুমতির নির্দেশ ৩ মাসের জন্য স্থগিত

ছবি

কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি: শিক্ষা উপদেষ্টার অনুরোধ, অনশনে অনড় শিক্ষার্থীরা

ছবি

ইউনূসের বিরুদ্ধে দুদকের মামলা বাতিল, আপিল বিভাগ বলল ‘মিথ্যা ও ভিত্তিহীন’

ছবি

বাংলাদেশ-কাতার এলএনজি সহযোগিতা বাড়ছে, নবায়ন হচ্ছে সমঝোতা স্মারক

ছবি

নীলফামারীতেই হবে চীনের প্রস্তাবিত এক হাজার শয্যার হাসপাতাল: বিভাগীয় স্বাস্থ্য পরিচালক

ছবি

মন্ত্রণালয়ের কমিটি গঠনের পর পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

ছবি

এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী: ডিএনসিসি প্রশাসক

আজহারুলের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ৬ মে

ছবি

যশোরের দুঃখ ‘ভবদহ এলাকা’ পরিদর্শনে তিন ৩ উপদেষ্টা

চার জেলায় চার খুন

tab

জাতীয়

শাজাহান খান, আতিকুল ইসলাম ও সৈকত রিমান্ডে ইনু-মেনন-পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

গত জুলাই আন্দোলনের সময় ছাত্র হত্যার এক মামলায় সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে একদিন এবং সাবেক মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৩ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।

সকালে কড়া নিরাপত্তায় মামলার আসামিদের আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর মাহমুদুল হাসান শাজাহান, আতিকুল এবং সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি নিয়ে বিচারক শাজাহানকে একদিনের এবং আতিকুল ও সৈকতের দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই বিকেলে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকার বউবাজার রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সে সময় লর্ড হার্ডিঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র আরিফের চোখে গুলি লাগে। চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরিফের বাবা মো. ইউসুফ যাত্রাবাড়ী থানায় মামলা করেন।

শুনানিতে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে বলেন, এটি ‘হত্যা মামলা। ‘তারা আন্দোলনের সময় শেখ হাসিনাকে সহযোগিতা করেছে। আন্দোলন দমাতে যা যা করার করেছে।’ শাজাহান খানের পক্ষে তার আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে বলেন, ‘শাজাহান খান ৮ বারের এমপি।’ এ কথায় বিএনপিপন্থি আইনজীবীরা চিৎকার করে শাজাহানের উদ্দেশে বলে ওঠেন ‘অবৈধ এমপি’।

তখন শাজাহান খানের আইনজীবী বলেন, ‘বিএনপির আমলেও তিনি নির্বাচিত হয়েছিলেন। তাহলে সেই নির্বাচনও কি অবৈধ ছিল।’ আইনজীবী বলেন, ‘শাজাহান খানের বয়স ৭৬ বছর, তিনি বৃদ্ধ মানুষ। তাকে একাধিকবার রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে কোনো অগ্রগতি নাই। ন্যায় বিচারের সঙ্গে রিমান্ড বাতিল করবেন। আর এজাহারে বলা হয়েছে পুলিশের গুলিতে নিহত হয়েছে। উনি তো আর পুলিশের কেউ না।’

এ সময় ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত হাত উঁচিয়ে আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চান। আদালত অনমুতি দিলে সৈকত বলেন, ‘আমি মামলার ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত না। ছাত্রলীগ খুনি দল নয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আছি। আমি ছাত্রলীগের গর্বিত কর্মী।’ এ সময় বিএনপিপন্থি আইনজীবীদের তোপের মুখে পড়েন সৈকত। আদালতে হট্টগোল শুরু হয়। এরই মাঝে কথা চালিয়ে যান সৈকত।

তিনি বলেন, ‘আমি ছাত্রলীগে থাকা অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকা-ও হয়নি। আমি দৃঢ়ভাবে বলতে চাই’ সৈকতের কথায় এই পর্যায়ে ফের আদালত কক্ষে ‘হট্টগোল’ শুরু হয়। তখন বিচারক তাকে থামতে বলেন।

এরপর প্রসিকিউটর ওমর ফারুক বলেন, ‘শাজাহান খান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আন্দোলনের সময় গণভবনের মিটিং উপস্থিত ছিলেন। তিনি পরিবহন সম্রাটও।’ এ সময় আদালতকে সালাম দিয়ে শাজাহান খান নিজের পরিস্থিতি তুলে ধরে বলেন, ‘আমার ৫টা ব্লক। ২০২৩ সালে এনজিওগ্রাম করি। চিকিৎসক জানিয়েছিলেন এক বছর পর দেখে ব্যবস্থা নিবেন। কিন্তু ’২৪ এর জুলাইয়ের আন্দোলনের কারণে যেতে পারিনি।

‘আমাকে গ্রেপ্তারের পর চারদিনের রিমান্ড দেয়া হয়। দুইদিন পরই হাসপাতাল নেয়া হয়। এরপর দুই বার হাসপাতালে ভর্তি করা হয়। রিমান্ড দিলে যেন জেলগেইটে জিজ্ঞাসাবাদ করা হয়।’ এরপর সৈকত ফের বলেন, ‘আমি ছাত্রলীগের কর্মী। আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটিও হত্যাকা-ের ঘটনা ঘটেনি।’

এ সময় আইনজীবীরা আবার আদালত কক্ষে চিৎকার, চেঁচামেচি শুরু করেন। তখন সৈকতের পাশে দাঁড়ান শাজাহান খান। আদালতের উদ্দেশ্যে সাবেক এই মন্ত্রী বলেন, ‘একজন বন্দি কথা বলায় আপনার সামনে আইনজীবীরা কীভাবে থ্রেট দিচ্ছে। এর বিচার আপনাকেই করতে হবে।’ শাজাহানের এই কথায় আইনজীবীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা বলতে থাকেন, শাজাহান খান ‘তাদের থ্রেট দিচ্ছেন’।

ওমর ফারুক বলেন, ‘কোর্টের পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবার দায়িত্ব। আসামিরা এ ধরনের কথা বললে আমরাও কথা বলবো।’ পরে আদালত শাজাহান খান, আতিকুল ইসলাম এবং সৈকতকে রিমান্ডে পাঠানোর আদেশ দেয়। আদালত থেকে হাজতখানায় নেয়ার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাজাহান খান।

রিমান্ডে আরও যারা

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঢাকার বিভিন্ন থানার হত্যা ও হত্যাচেষ্টা মামলায় আরও ৬ জনকে এ দিন বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে বুধবার ঢাকার মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।

এর মধ্যে ভাটারা থানার মনির হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম, বাড্ডা থানার আরেক হত্যা মামলায় জুনাইদ আহমেদ পলক এবং কোতোয়ালি থানার এক মামলায় দিলীপ কুমার আগারওয়ালাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অন্যদিকে যাত্রাবাড়ী থানার এক হত্যা মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসানের তিনদিনের রিমান্ডে পাঠায় আদালত।

ইনু-মেনন-পলকসহ ১০ জন নতুন মামলায় গ্রেপ্তার

যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম, কোতোয়ালি, ভাটারা থানার বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলক, অ্যাভোকেট কামরুল ইসলাম, সাবেক মেয়র আতিকুল ইসলাম, ব্যারিস্টার তুরিন আফরোজ, গোলাম কিবরিয়া মজুমদার, ছাত্রলীগ নেতা তানভীর হাসান সৈকত, সাবেক ওসি আবুল হাসান ও সাবেক এএসপি তানজিল আহম্মেদকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত।

back to top