প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যেসব সংস্কার জরুরি এবং নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারভুক্ত, সেগুলো আগাম নির্বাচনের পূর্বেই বাস্তবায়ন করা হবে। তবে যেসব সংস্কারে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলোর দায়িত্ব জাতীয় ঐকমত্য কমিশনের।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পর্কে হাইকমিশনার জানতে চেয়েছেন। আমরা তাকে ভোটার তালিকা হালনাগাদ, আইনগত সংস্কার, নির্বাচন উপকরণ ক্রয় এবং রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছি।”
সংস্কার প্রসঙ্গে নাসির উদ্দিন আরও বলেন, “যেসব সংস্কার ইসির আওতায় পড়ে এবং নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, সেগুলো আমরা করব। তবে যেসব সংস্কারে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, সেগুলো নিয়ে কাজ করবে জাতীয় ঐকমত্য কমিশন।”
সাক্ষাতে হাইকমিশনার প্রয়োজন হলে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, যেসব সংস্কার জরুরি এবং নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ারভুক্ত, সেগুলো আগাম নির্বাচনের পূর্বেই বাস্তবায়ন করা হবে। তবে যেসব সংস্কারে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলোর দায়িত্ব জাতীয় ঐকমত্য কমিশনের।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান সিইসি।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি সম্পর্কে হাইকমিশনার জানতে চেয়েছেন। আমরা তাকে ভোটার তালিকা হালনাগাদ, আইনগত সংস্কার, নির্বাচন উপকরণ ক্রয় এবং রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছি।”
সংস্কার প্রসঙ্গে নাসির উদ্দিন আরও বলেন, “যেসব সংস্কার ইসির আওতায় পড়ে এবং নির্বাচনের আগে বাস্তবায়নযোগ্য, সেগুলো আমরা করব। তবে যেসব সংস্কারে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন, সেগুলো নিয়ে কাজ করবে জাতীয় ঐকমত্য কমিশন।”
সাক্ষাতে হাইকমিশনার প্রয়োজন হলে ইসিকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।