দুই যুগ আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে চালানো ভয়াবহ বোমা হামলার মামলায় হাইকোর্টে রায় পড়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় পড়া শুরু করেন।
২০০১ সালের পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে হামলায় ১০ জন নিহত হন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। তদন্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সংশ্লিষ্টতা পাওয়া যায়।
২০১৪ সালের ২৩ জুন ঢাকার একটি আদালত ১৪ আসামির মধ্যে মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১৭ সালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় বিস্ফোরক মামলার কার্যক্রম থেকে তার নাম বাদ যায়।
ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত। এরপর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা শুরু হয়।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
দুই যুগ আগে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে চালানো ভয়াবহ বোমা হামলার মামলায় হাইকোর্টে রায় পড়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ এ রায় পড়া শুরু করেন।
২০০১ সালের পহেলা বৈশাখে রমনা বটমূলে ছায়ানটের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠানে হামলায় ১০ জন নিহত হন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। তদন্তে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) সংশ্লিষ্টতা পাওয়া যায়।
২০১৪ সালের ২৩ জুন ঢাকার একটি আদালত ১৪ আসামির মধ্যে মুফতি হান্নানসহ আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
২০১৭ সালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে মুফতি হান্নানের ফাঁসি কার্যকর হওয়ায় বিস্ফোরক মামলার কার্যক্রম থেকে তার নাম বাদ যায়।
ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন আদালত। এরপর আজ বৃহস্পতিবার রায় ঘোষণা শুরু হয়।