পররাষ্ট্র সচিব মো. জসিমউদ্দিন ফাইল ছবি
দুর্নীতি ও অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।
গতকাল সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের সদস্যপদ স্থগিত করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে জসীম উদ্দিনকে পররাষ্ট্রসচিব করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।
পররাষ্ট্র সচিব ছাড়াও যাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে, তারা হচ্ছেন— এম এ কাদের (সাবেক সচিব), মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), মো. আনিসুর রহমান (সাবেক সচিব) এবং মো. সিরাজুল হক খান (সাবেক সচিব)।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আবদুস সাত্তার জানান, যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা নির্দোষ প্রমাণিত হলে, স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাব সরকারি কর্মকর্তাদের একটি কল্যাণমূলক সংগঠন। এ ক্লাবের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ১০৬ জন কর্মকর্তার সদস্যপদ স্থগিত করা হয়। এর মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিবসহ ৭০ জন সচিব ছিলেন।
পররাষ্ট্র সচিব মো. জসিমউদ্দিন ফাইল ছবি
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
দুর্নীতি ও অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন এবং পাঁচ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব।
গতকাল সোমবার (১২ মে) অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের সদস্যপদ স্থগিত করা হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে জসীম উদ্দিনকে পররাষ্ট্রসচিব করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় , অফিসার্স ক্লাবের নিম্নবর্ণিত সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় নৈতিক স্খলনজনিত কারণে তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।
পররাষ্ট্র সচিব ছাড়াও যাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে, তারা হচ্ছেন— এম এ কাদের (সাবেক সচিব), মো. জহিরুল হক (সাবেক দুদক কমিশনার), এস এম গোলাম ফারুক (সাবেক সিনিয়র সচিব), মো. আনিসুর রহমান (সাবেক সচিব) এবং মো. সিরাজুল হক খান (সাবেক সচিব)।
অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আবদুস সাত্তার জানান, যাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। গঠনতন্ত্র অনুযায়ী তাদের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তারা নির্দোষ প্রমাণিত হলে, স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে।
রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাব সরকারি কর্মকর্তাদের একটি কল্যাণমূলক সংগঠন। এ ক্লাবের চেয়ারম্যান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে গত ১৯ ফেব্রুয়ারি ১০৬ জন কর্মকর্তার সদস্যপদ স্থগিত করা হয়। এর মধ্যে সাবেক মন্ত্রিপরিষদ সচিব, মুখ্যসচিবসহ ৭০ জন সচিব ছিলেন।