ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সময়মতো প্রধান আসামিকে গ্রেপ্তার করা না হলে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে শিক্ষার্থীরা বলেন, “সাম্য হত্যার তিনদিন পেরিয়ে গেলেও মূল আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা কারো পদত্যাগ চাই না, শুধু হত্যাকাণ্ডের বিচার চাই।”
শিক্ষার্থীদের মতে, এ কর্মসূচি কোনো রাজনৈতিক ব্যানারে নয়, বরং নির্দলীয়ভাবে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ। অবস্থান শেষে শিক্ষার্থীদের একটি দল শাহবাগ থানায় গিয়ে তদন্তের অগ্রগতি জানতে চান।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।
ওই ঘটনায় নিহত সাম্যের বড় ভাই ১০-১২ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মাদারীপুর থেকে ঢাকায় এসে ফুটপাতে গেঞ্জির ব্যবসা করতেন। তারা ‘বহিরাগত’ বলেও জানায় পুলিশ।
তবে শিক্ষার্থীরা বলছেন, প্রধান আসামি এখনও ধরা পড়েনি। দ্রুত গ্রেপ্তার না হলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলেও সতর্ক করেন তারা।
শুক্রবার, ১৬ মে ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সময়মতো প্রধান আসামিকে গ্রেপ্তার করা না হলে শাহবাগ থানা ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
সেখানে শিক্ষার্থীরা বলেন, “সাম্য হত্যার তিনদিন পেরিয়ে গেলেও মূল আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি। আমরা কারো পদত্যাগ চাই না, শুধু হত্যাকাণ্ডের বিচার চাই।”
শিক্ষার্থীদের মতে, এ কর্মসূচি কোনো রাজনৈতিক ব্যানারে নয়, বরং নির্দলীয়ভাবে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগ। অবস্থান শেষে শিক্ষার্থীদের একটি দল শাহবাগ থানায় গিয়ে তদন্তের অগ্রগতি জানতে চান।
গত মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য।
ওই ঘটনায় নিহত সাম্যের বড় ভাই ১০-১২ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মাদারীপুর থেকে ঢাকায় এসে ফুটপাতে গেঞ্জির ব্যবসা করতেন। তারা ‘বহিরাগত’ বলেও জানায় পুলিশ।
তবে শিক্ষার্থীরা বলছেন, প্রধান আসামি এখনও ধরা পড়েনি। দ্রুত গ্রেপ্তার না হলে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলেও সতর্ক করেন তারা।