বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ন্যাশনাল হাই কোর্ট অব ব্রাজিল পরিদর্শনকালে দুই প্রধান বিচারপতির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতির আমন্ত্রণে দেশটি সফর করছেন এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
তিনি সেখানে ‘এক্সচেইঞ্জ অন ম্যাটারস অব মিউচুয়েল জুডিশিয়াল ইন্টারেস্ট, পার্টিকুলারলি কনসারনিং ইন্সটিটিউশনাল রিফর্ম, এনভায়রনমেন্টাল জাস্টিস, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশান ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিস’ শীর্ষক একটি কর্মসূচিতে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার প্রধান বিচারপতি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। ব্রাজিলের সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যাশনাল হাই কোর্ট অব ব্রাজিল সে দেশের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে ফেডারেল আইনসমূহ প্রয়োগ করে থাকে।
আলোচনায় দুই প্রধান বিচারপতি মনে করেন, নানা আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বিচার প্রক্রিয়ায় প্রযুক্তি বিনিময় বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতি অ্যান্টনিও হারমেন বেঞ্জামিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উভয় দেশের বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিচার প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সোমবার ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার ন্যাশনাল হাই কোর্ট অব ব্রাজিল পরিদর্শনকালে দুই প্রধান বিচারপতির মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ব্রাজিলের প্রধান বিচারপতির আমন্ত্রণে দেশটি সফর করছেন এবং ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে অবস্থান করবেন।
তিনি সেখানে ‘এক্সচেইঞ্জ অন ম্যাটারস অব মিউচুয়েল জুডিশিয়াল ইন্টারেস্ট, পার্টিকুলারলি কনসারনিং ইন্সটিটিউশনাল রিফর্ম, এনভায়রনমেন্টাল জাস্টিস, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশান ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব জাস্টিস’ শীর্ষক একটি কর্মসূচিতে অংশ নেবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোমবার প্রধান বিচারপতি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। ব্রাজিলের সংবিধানের ১০৫ অনুচ্ছেদ অনুযায়ী, ন্যাশনাল হাই কোর্ট অব ব্রাজিল সে দেশের সর্বোচ্চ আপিল আদালত হিসেবে ফেডারেল আইনসমূহ প্রয়োগ করে থাকে।
আলোচনায় দুই প্রধান বিচারপতি মনে করেন, নানা আইনি চ্যালেঞ্জ মোকাবেলায় বিচার বিভাগীয় আন্তঃসম্পর্ক অতীতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া বিচার প্রক্রিয়ায় প্রযুক্তি বিনিময় বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।