মোট আক্রান্ত ৪০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১৬৭ জন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। ঢাকা উত্তর সিটিতে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন, বরিশালে ১ জন ও চট্টগ্রামে ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে প্রতিদিন শিশুর সংখ্যা বাড়ছে। একদিনে ৫৯ জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আর ৬৪৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা পর্যন্ত ৪০ হাজার ৪শ’ ৬১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬৭ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ২ হাজারেরও বেশি রোগী। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার, রাতে এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ১০২ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৮ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহ ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন।
আক্রান্তদের মধ্যে ৫ বছরের শিশু ২৮টি, ৬-১০ বছরের শিশু ৩১টি, ১৬-২০ বছরের ৮২ জন, ২১-২৫ বছরের ৯৯ জন, ২৬-৩০ বছর বয়সের ৯৪ জন, ৩১-৩৫ বছর বয়সের ৬১ জন, ৩৬-৪০ বছর বয়সের ৫৪ জন, ৭১-৭৫ বছর বয়সের ৩ জন, ৭৬-৮০ বছর বয়সের ২ জন , ৮০ বছর বয়সের ৩ জন। নানা বয়সের ৬৪৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি সেপ্টম্বর মাসের বৃহস্পতিবার, সকাল ৮টা পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন, ফেব্রুয়ারি মাসে ৩ জন, জানুয়ারি মাসে ১০ জন মারা গেছেন। মার্চ মাসে মৃত্যুর কোনো তথ্য নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১১২ জন, মিটফোর্ড হাসপাতালে ৪৬ জন, সোহ্রাওয়ার্দী হাসপাতালে ৪৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৩ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১১৫ জন ভর্তি আছে। এভাবে রাজধানীর ১৮টি সরকারি হাসপাতালে এখনও ৫৩৩ জন ভর্তি আছে।
আর সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখনও ২ হাজারেরও বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে।
মোট আক্রান্ত ৪০ হাজার ছাড়িয়েছে, মৃত্যু ১৬৭ জন
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। ঢাকা উত্তর সিটিতে ২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ২ জন, বরিশালে ১ জন ও চট্টগ্রামে ১ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে প্রতিদিন শিশুর সংখ্যা বাড়ছে। একদিনে ৫৯ জন শিশু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
আর ৬৪৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা পর্যন্ত ৪০ হাজার ৪শ’ ৬১ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৬৭ জন। এখনও হাসপাতালে ভর্তি আছে ২ হাজারেরও বেশি রোগী। স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার, রাতে এই তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১০৮ জন, চট্টগ্রাম বিভাগে ৯৬ জন, ঢাকা বিভাগে ১০২ জন, ঢাকা উত্তর সিটিতে ১১৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৮ জন, খুলনায় ৩৭ জন, ময়মনসিংহ ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৮ জন।
আক্রান্তদের মধ্যে ৫ বছরের শিশু ২৮টি, ৬-১০ বছরের শিশু ৩১টি, ১৬-২০ বছরের ৮২ জন, ২১-২৫ বছরের ৯৯ জন, ২৬-৩০ বছর বয়সের ৯৪ জন, ৩১-৩৫ বছর বয়সের ৬১ জন, ৩৬-৪০ বছর বয়সের ৫৪ জন, ৭১-৭৫ বছর বয়সের ৩ জন, ৭৬-৮০ বছর বয়সের ২ জন , ৮০ বছর বয়সের ৩ জন। নানা বয়সের ৬৪৭ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি সেপ্টম্বর মাসের বৃহস্পতিবার, সকাল ৮টা পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে ৩ জন, এপ্রিল মাসে ৭ জন, ফেব্রুয়ারি মাসে ৩ জন, জানুয়ারি মাসে ১০ জন মারা গেছেন। মার্চ মাসে মৃত্যুর কোনো তথ্য নেই।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১১২ জন, মিটফোর্ড হাসপাতালে ৪৬ জন, সোহ্রাওয়ার্দী হাসপাতালে ৪৪ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৩ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১১৫ জন ভর্তি আছে। এভাবে রাজধানীর ১৮টি সরকারি হাসপাতালে এখনও ৫৩৩ জন ভর্তি আছে।
আর সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখনও ২ হাজারেরও বেশি ডেঙ্গু রোগী ভর্তি আছে।