ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৮ নভেম্বর। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটকে সামনে রেখে এ বছর মোট তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ইতোমধ্যে ২ মার্চ ও ৩১ আগস্ট দু’বার তালিকা হালনাগাদ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের যুক্ত করে নভেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, দুবার হালনাগাদে নতুন ও বাদ পড়াদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দেয়া হয়। এখন সবমিলিয়ে বর্তমানে ভোটার রয়েছে ১২ কোটি ৬৩ লাখের বেশি। এবার হালনাগাদে ২০০৭ সালের ৩১ অক্টোবর যাদের জন্ম, এসব নাগরিকদের আগামী সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ দেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তৃতীয় দফার হালনাগাদ তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি জানানো হয়েছে। থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় রয়েছে- খসড়া প্রকাশ ১ নভেম্বর, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর, সব আবেদনের নিষ্পত্তি ১৭ নভেম্বর ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর। নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র, ভোটকক্ষসহ আনুষাঙ্গিক সব কিছু মুদ্রণ, সিডি তৈরি করে মাঠ পর্যায়ে পাঠানো হবে। তফসিল ঘোষণার আগে দেশের মোট ভোটারের প্রকৃত সংখ্যা জানা যাবে।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ১৮ নভেম্বর। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটকে সামনে রেখে এ বছর মোট তিনবার ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। ইতোমধ্যে ২ মার্চ ও ৩১ আগস্ট দু’বার তালিকা হালনাগাদ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের যুক্ত করে নভেম্বরে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি জানান, দুবার হালনাগাদে নতুন ও বাদ পড়াদের যুক্ত করার পাশাপাশি মৃতদের বাদ দেয়া হয়। এখন সবমিলিয়ে বর্তমানে ভোটার রয়েছে ১২ কোটি ৬৩ লাখের বেশি। এবার হালনাগাদে ২০০৭ সালের ৩১ অক্টোবর যাদের জন্ম, এসব নাগরিকদের আগামী সংসদ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ দেয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার ইসির সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে তৃতীয় দফার হালনাগাদ তালিকার খসড়া ও চূড়ান্ত তালিকা প্রকাশের সময়সূচি জানানো হয়েছে। থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসারের কাছে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় রয়েছে- খসড়া প্রকাশ ১ নভেম্বর, দাবি-আপত্তি ও সংশোধনের আবেদনের শেষ সময় ১৬ নভেম্বর, সব আবেদনের নিষ্পত্তি ১৭ নভেম্বর ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৮ নভেম্বর। নতুন যুক্ত হওয়া ভোটারদের নিয়ে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে ডিসেম্বরে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।
আসনভিত্তিক ভোটার তালিকা, ভোটকেন্দ্র, ভোটকক্ষসহ আনুষাঙ্গিক সব কিছু মুদ্রণ, সিডি তৈরি করে মাঠ পর্যায়ে পাঠানো হবে। তফসিল ঘোষণার আগে দেশের মোট ভোটারের প্রকৃত সংখ্যা জানা যাবে।