ছবি: বাসস
মহালয়ার চণ্ডীপাঠ, তর্পণ ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার ভোরে ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খধ্বনিতে মর্ত্যে আহ্বান জানানো হয় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে।
হিন্দু শাস্ত্র মতে, মহালয়ার দিন তর্পণ শ্রাদ্ধের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটে, শুরু হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনায় ভক্তরা পূজা-অর্চনার মাধ্যমে দেবীকে আহ্বান জানান।
ঢাকার পুরান শহর থেকে শুরু করে বিভিন্ন স্থানে মহালয়ার বিশেষ আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীরাও আয়োজন করে চণ্ডীপাঠ ও পূজার।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর টানা পাঁচ দিনব্যাপী সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে ২ অক্টোবর বিসর্জনের মাধ্যমে শেষ হবে পূজা।
এবার দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে, যা শস্যসমৃদ্ধির প্রতীক। তবে বিদায় হবে দোলায়, যা মহামারীর শঙ্কার প্রতীক হিসেবে ধরা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরীতেই পূজা হবে ২৫৫টি মণ্ডপে।
প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত হয়ে উঠেছেন। রং-তুলির আঁচড়ে জীবন্ত রূপ পাচ্ছেন দেবী দুর্গা। মণ্ডপে-মণ্ডপে বাজতে শুরু করেছে উৎসবের ঘণ্টা।
ছবি: বাসস
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
মহালয়ার চণ্ডীপাঠ, তর্পণ ও মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার ভোরে ঢাক-ঢোল, কাঁসা ও শঙ্খধ্বনিতে মর্ত্যে আহ্বান জানানো হয় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে।
হিন্দু শাস্ত্র মতে, মহালয়ার দিন তর্পণ শ্রাদ্ধের মধ্য দিয়ে পিতৃপক্ষের অবসান ঘটে, শুরু হয় দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনায় ভক্তরা পূজা-অর্চনার মাধ্যমে দেবীকে আহ্বান জানান।
ঢাকার পুরান শহর থেকে শুরু করে বিভিন্ন স্থানে মহালয়ার বিশেষ আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতন শিক্ষার্থীরাও আয়োজন করে চণ্ডীপাঠ ও পূজার।
পঞ্জিকা অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এরপর টানা পাঁচ দিনব্যাপী সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর মধ্য দিয়ে ২ অক্টোবর বিসর্জনের মাধ্যমে শেষ হবে পূজা।
এবার দেবী দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতির পিঠে, যা শস্যসমৃদ্ধির প্রতীক। তবে বিদায় হবে দোলায়, যা মহামারীর শঙ্কার প্রতীক হিসেবে ধরা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৫৭৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরীতেই পূজা হবে ২৫৫টি মণ্ডপে।
প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত হয়ে উঠেছেন। রং-তুলির আঁচড়ে জীবন্ত রূপ পাচ্ছেন দেবী দুর্গা। মণ্ডপে-মণ্ডপে বাজতে শুরু করেছে উৎসবের ঘণ্টা।