সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৮০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে থাকবেন।
রোববার তিনি বলেন, “নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে এবারের পূজায় ৮০ হাজার ভলেনটিয়ার থাকবে। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত যারা আছেন, তারা মাঠে থাকবেন।” আগামী ২৪ সেপ্টেম্বর থেকে তারা দায়িত্ব পালন শুরু করবেন জানিয়ে তিনি বলেন, “এবার ভালোভাবে পূজা উদযাপিত হবে।”
পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়ার সপ্তম দিন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।
দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হচ্ছে না- তা বলব না; তবে আমরা সতর্ক আছি এবং ধরাও পড়ছে।”
এদিকে, নবগঠিত নাগরিক সমাজের প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’ দুর্গাপূজায় ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই। তিনি বলেন, “সব জেলাতে শান্তিপূর্ণ পূজা হবে।”
অন্যদিকে, সাগরপথে ইউরিয়া সারসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছে এবং এর বদলে মাদক আসছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বৈঠকে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশে মাদক আসছে, তার পরিবর্তে চাল-সার যাচ্ছে। এটা কীভাবে রোধ করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। সার-চালের ক্ষেত্রে কক্সবাজার-চট্টগ্রাম থেকে শুধু না; বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে যায়। এ ব্যাপারে নৌ বাহিনী এবং কোস্ট গার্ডকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রতিরোধে।”
তিনি আরও বলেন, মাদকের উপরে আরকান আর্মি বেঁচে আছে। মাদকের বাজারে দাম বেড়ে গেছে দাবি করে তিনি জানান, “একটা ভাল খবর হলো মাদক উদ্ধার এবং গ্রেপ্তারের সংখ্যা অনেক বেড়ে গেছে। মাদক ধরার কারণে দামও বেড়ে গেছে; কারণ মাদক পাওয়া যাচ্ছে কম।”
কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কৃষকরা এখন আলুর দাম পাচ্ছে না। দাম না পেলে কৃষকরা আগামী বছর আলু চাষ করবে না।” এ বিষয়ে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। “একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটাও খুব একটা কার্যকর হচ্ছে না।”
এ ছাড়া নাসা গ্রুপের শ্রমিক সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শ্রমিকের টাকা দিতে জেলে বসেই সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, “নাসা গ্রুপ- আড়াইশত কোটি টাকা হলে, কয়েকটি কারখানা ক্লোজ করে দিতে পারবে বলেছে তারা। যেগুলো লাভজনক আছে, সেগুলো চালু রাখবে। কালকে উনি (চেয়ারম্যান) স্বাক্ষর করে গেছেন। এতদিন রাজি হয়নি বিক্রি করতে, এখন রাজি হয়েছেন। এখন সমস্যাটার সমাধান হলে শ্রমিক ভাইয়েরা টাকাটা পেয়ে যাবে, পরে তারা অন্য কারখানায় যোগ দিতে পারবে।”
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ৮০ হাজার স্বেচ্ছাসেবক মাঠে থাকবেন।
রোববার তিনি বলেন, “নারী ও শিশু মন্ত্রণালয়ের অধীনে এবারের পূজায় ৮০ হাজার ভলেনটিয়ার থাকবে। পাশাপাশি র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষার সাথে জড়িত যারা আছেন, তারা মাঠে থাকবেন।” আগামী ২৪ সেপ্টেম্বর থেকে তারা দায়িত্ব পালন শুরু করবেন জানিয়ে তিনি বলেন, “এবার ভালোভাবে পূজা উদযাপিত হবে।”
পঞ্জিকা অনুযায়ী এবার মহালয়ার সপ্তম দিন আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে পাঁচদিনের দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমীর সন্ধ্যায় বিসর্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।
দেশের বিভিন্ন জায়গায় প্রতিমা ভাঙচুরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “হচ্ছে না- তা বলব না; তবে আমরা সতর্ক আছি এবং ধরাও পড়ছে।”
এদিকে, নবগঠিত নাগরিক সমাজের প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’ দুর্গাপূজায় ২৯ জেলাকে ‘ঝুঁকিপ্রবণ’ হিসেবে চিহ্নিত করেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এমন কোনো তথ্য তার কাছে নেই। তিনি বলেন, “সব জেলাতে শান্তিপূর্ণ পূজা হবে।”
অন্যদিকে, সাগরপথে ইউরিয়া সারসহ বিভিন্ন পণ্য বাংলাদেশ থেকে মিয়ানমারে পাচার হচ্ছে এবং এর বদলে মাদক আসছে বলে গণমাধ্যমে প্রকাশিত খবরে বৈঠকে আলোচনা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশে মাদক আসছে, তার পরিবর্তে চাল-সার যাচ্ছে। এটা কীভাবে রোধ করা যায়, সে ব্যাপারে আলোচনা হয়েছে। সার-চালের ক্ষেত্রে কক্সবাজার-চট্টগ্রাম থেকে শুধু না; বরগুনা, পটুয়াখালী, ভোলা থেকে যায়। এ ব্যাপারে নৌ বাহিনী এবং কোস্ট গার্ডকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে তা প্রতিরোধে।”
তিনি আরও বলেন, মাদকের উপরে আরকান আর্মি বেঁচে আছে। মাদকের বাজারে দাম বেড়ে গেছে দাবি করে তিনি জানান, “একটা ভাল খবর হলো মাদক উদ্ধার এবং গ্রেপ্তারের সংখ্যা অনেক বেড়ে গেছে। মাদক ধরার কারণে দামও বেড়ে গেছে; কারণ মাদক পাওয়া যাচ্ছে কম।”
কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “কৃষকরা এখন আলুর দাম পাচ্ছে না। দাম না পেলে কৃষকরা আগামী বছর আলু চাষ করবে না।” এ বিষয়ে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। “একটা মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটাও খুব একটা কার্যকর হচ্ছে না।”
এ ছাড়া নাসা গ্রুপের শ্রমিক সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শ্রমিকের টাকা দিতে জেলে বসেই সম্পত্তি বিক্রির অনুমতি দিয়েছেন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তিনি বলেন, “নাসা গ্রুপ- আড়াইশত কোটি টাকা হলে, কয়েকটি কারখানা ক্লোজ করে দিতে পারবে বলেছে তারা। যেগুলো লাভজনক আছে, সেগুলো চালু রাখবে। কালকে উনি (চেয়ারম্যান) স্বাক্ষর করে গেছেন। এতদিন রাজি হয়নি বিক্রি করতে, এখন রাজি হয়েছেন। এখন সমস্যাটার সমাধান হলে শ্রমিক ভাইয়েরা টাকাটা পেয়ে যাবে, পরে তারা অন্য কারখানায় যোগ দিতে পারবে।”