দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের একদিনের হিসাবে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী, যা ভর্তি রোগীর ক্ষেত্রেও একদিনের সর্বোচ্চ সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার জানানো মোট ১২ জন মৃত্যুর তথ্যের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজনও অন্তর্ভুক্ত আছেন। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। এর আগে চলতি বছরের ১১ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১ হাজার ৮৩১ জন।
কোথায় কতজনের মৃত্যু
গত দুই দিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে তিনজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, দুজন বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে একজন করে রোগীর মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। তাদের বয়স যথাক্রমে ২৪, ৬০, ২৯, ৬৩, ৫৭, ৩৪, ৬৫, ২৬, ২৫, ৪৫, ৩০ ও ৪৮ বছর।
কোন মাসে কত মৃত্যু
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে—৫৭ জন। এর আগে জুলাই মাসে প্রাণহানি হয়েছিল ৪১ জনের।
জানুয়ারিতে মারা যান ১০ জন
ফেব্রুয়ারিতে ৩ জন
মার্চে কোনো মৃত্যু হয়নি
এপ্রিলে ৭ জন
মে মাসে ৩ জন
জুন মাসে ১৯ জন
অগাস্ট মাসে ৩৯ জন
কোন মাসে কতজন ভর্তি
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন জুলাই মাসে—১০ হাজার ৬৮৪ জন।
জানুয়ারিতে ভর্তি ১১৬১ জন
ফেব্রুয়ারিতে ৩৭৪ জন
মার্চে ৩৩৬ জন
এপ্রিলে ৭০১ জন
মে মাসে ১৭৭৩ জন
জুনে ভর্তি ৫৯৫১ জন
অগাস্টে ভর্তি ১০ হাজার ৪৯৬ জন
২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন
বিভাগভিত্তিক ভর্তি রোগী
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৪০ জনের মধ্যে ২৩৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।
ঢাকা বিভাগে ১৪৫ জন
ময়মনসিংহ বিভাগে ২২ জন
চট্টগ্রাম বিভাগে ৭৭ জন
খুলনা বিভাগে ৫২ জন
রাজশাহী বিভাগে ২৮ জন
রংপুর বিভাগে ৩ জন
বরিশাল বিভাগে ১৬৬ জন
সিলেট বিভাগে ৮ জন
বর্তমানে চিকিৎসাধীন রোগী
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০২১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১২৬৫ জন ভর্তি রয়েছেন।
ডেঙ্গুতে রেকর্ড বছর ২০২৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই বছরে সর্বোচ্চ ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল।
রোববার, ২১ সেপ্টেম্বর ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের একদিনের হিসাবে সর্বোচ্চ। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪০ জন রোগী, যা ভর্তি রোগীর ক্ষেত্রেও একদিনের সর্বোচ্চ সংখ্যা।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, রোববার জানানো মোট ১২ জন মৃত্যুর তথ্যের মধ্যে শনিবার মারা যাওয়া তিনজনও অন্তর্ভুক্ত আছেন। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। এর আগে চলতি বছরের ১১ সেপ্টেম্বর একদিনে সর্বোচ্চ ৬ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৪১ হাজার ৮৩১ জন।
কোথায় কতজনের মৃত্যু
গত দুই দিনে মারা যাওয়া ১২ জনের মধ্যে তিনজন বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, দুজন বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল, ডিএনসিসি কোভিড-১৯ হাসপাতাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতালে একজন করে রোগীর মৃত্যু হয়।
মৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও ছয়জন নারী। তাদের বয়স যথাক্রমে ২৪, ৬০, ২৯, ৬৩, ৫৭, ৩৪, ৬৫, ২৬, ২৫, ৪৫, ৩০ ও ৪৮ বছর।
কোন মাসে কত মৃত্যু
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেপ্টেম্বর মাসে—৫৭ জন। এর আগে জুলাই মাসে প্রাণহানি হয়েছিল ৪১ জনের।
জানুয়ারিতে মারা যান ১০ জন
ফেব্রুয়ারিতে ৩ জন
মার্চে কোনো মৃত্যু হয়নি
এপ্রিলে ৭ জন
মে মাসে ৩ জন
জুন মাসে ১৯ জন
অগাস্ট মাসে ৩৯ জন
কোন মাসে কতজন ভর্তি
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ভর্তি হয়েছেন জুলাই মাসে—১০ হাজার ৬৮৪ জন।
জানুয়ারিতে ভর্তি ১১৬১ জন
ফেব্রুয়ারিতে ৩৭৪ জন
মার্চে ৩৩৬ জন
এপ্রিলে ৭০১ জন
মে মাসে ১৭৭৩ জন
জুনে ভর্তি ৫৯৫১ জন
অগাস্টে ভর্তি ১০ হাজার ৪৯৬ জন
২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হয়েছেন ১০ হাজার ৩৫৫ জন
বিভাগভিত্তিক ভর্তি রোগী
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৭৪০ জনের মধ্যে ২৩৯ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়।
ঢাকা বিভাগে ১৪৫ জন
ময়মনসিংহ বিভাগে ২২ জন
চট্টগ্রাম বিভাগে ৭৭ জন
খুলনা বিভাগে ৫২ জন
রাজশাহী বিভাগে ২৮ জন
রংপুর বিভাগে ৩ জন
বরিশাল বিভাগে ১৬৬ জন
সিলেট বিভাগে ৮ জন
বর্তমানে চিকিৎসাধীন রোগী
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২০২১ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১২৬৫ জন ভর্তি রয়েছেন।
ডেঙ্গুতে রেকর্ড বছর ২০২৩
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হিসাব রাখা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একই বছরে সর্বোচ্চ ১৭০৫ জনের মৃত্যু হয়েছিল।