জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এই সফর ঘিরে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকরা।
এর আগে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে ‘আওয়ামী লীগের যে কোনো নেতিবাচক কর্মসূচি রুখে দেয়ার’ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টার এই সফর সামনে রেখে নিউইয়র্ক সময় গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুই পক্ষই স্লোগান দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে।
এ অবস্থা চলার মধ্যে রাত ১০টার দিকে আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন। ?৫ মিনিটের মধ্যে অন্তত ১০ জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। একপর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির খবরে নিউইয়র্ক শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং অস্বস্তি তৈরি হয়।
ফ্লোরিডা, ভার্জিনিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন প্রদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্ক শহরে জড়ো হয়েছেন।
তবে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিশেষ করে, জাতিসংঘের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তার সফরসঙ্গী হিসেবে আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রমুখ।
এ সফর সামনে রেখে গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে ঘোষণা দেয়া হয়, সোমবার বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানো হবে।
সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান প্রমুখ। তারা আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেয়ার সংকল্প ব্যক্ত করেন।
গত শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রস্তুতি সভা করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী এ কর্মসূচির কথা জানান।
সভা থেকে সিদ্ধান্ত হয়, নিউইয়র্কে বসবাসরত এবং বিভিন্ন প্রদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে মুহাম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছে। পরদিন ম্যানহাটনের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে প্রধান উপদেষ্টার মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
নিউইয়র্কে গত ৯ সেপ্টেম্বর (স্থানীয় সময়) বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন।
বিশ্বনেতাদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ আসরের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’ অর্থাৎ ‘একসঙ্গে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও পর’।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনে জাতিসংঘের সাধারণ অধিবেশনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এই সফর ঘিরে নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় পাল্টাপাল্টি সমাবেশ করেছেন আওয়ামী লীগ ও বিএনপি’র সমর্থকরা।
এর আগে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্কে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিলে ‘আওয়ামী লীগের যে কোনো নেতিবাচক কর্মসূচি রুখে দেয়ার’ ঘোষণা দেন যুক্তরাষ্ট্র বিএনপি’র নেতাকর্মীরা।
প্রধান উপদেষ্টার এই সফর সামনে রেখে নিউইয়র্ক সময় গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর জ্যাকসন হাইটসে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। তখন বাঙালি অধ্যুষিত এলাকাটিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সন্ধ্যার পর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় একই সময়ে সমাবেশ করেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। স্লোগান ও পাল্টা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। দুই পক্ষই স্লোগান দিয়ে জ্যাকসন হাইটস এলাকা প্রদক্ষিণ করে।
এ অবস্থা চলার মধ্যে রাত ১০টার দিকে আওয়ামী লীগের এক কর্মী ও আওয়ামী লীগবিরোধী ভিডিও ব্লগার মাসুদুর রহমান পরস্পরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পুলিশকে ফোন করেন। ?৫ মিনিটের মধ্যে অন্তত ১০ জন করে পুলিশের দুটি দল ঘটনাস্থলে আসে। একপর্যায়ে পুলিশ জ্যাকসন হাইটসের ওই এলাকা থেকে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকেও সরিয়ে দেয়। এরপর পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
দুই দলের পাল্টাপাল্টি কর্মসূচির খবরে নিউইয়র্ক শহরে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং অস্বস্তি তৈরি হয়।
ফ্লোরিডা, ভার্জিনিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন প্রদেশ থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নিউইয়র্ক শহরে জড়ো হয়েছেন।
তবে বিশ্বব্যাপী চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশন ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার বাড়তি সতর্কতা নেয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিশেষ করে, জাতিসংঘের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে কঠোর নিরাপত্তা বলয়।
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
তার সফরসঙ্গী হিসেবে আছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রমুখ।
এ সফর সামনে রেখে গত শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় সমাবেশ করেন যুক্তরাষ্ট্র বিএনপিসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে ঘোষণা দেয়া হয়, সোমবার বিমানবন্দরে বাংলাদেশ থেকে আসা প্রতিনিধি দলকে স্বাগত জানানো হবে।
সমাবেশে বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, দলের চেয়ারপার্সনের পররাষ্ট্র সম্পর্কিত কমিটির সদস্য গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা আতিকুর রহমান প্রমুখ। তারা আওয়ামী লীগের সব কর্মসূচি রুখে দেয়ার সংকল্প ব্যক্ত করেন।
গত শনিবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রস্তুতি সভা করেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি ইমদাদ চৌধুরী এ কর্মসূচির কথা জানান।
সভা থেকে সিদ্ধান্ত হয়, নিউইয়র্কে বসবাসরত এবং বিভিন্ন প্রদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে ‘যেখানে ইউনূস, সেখানেই প্রতিরোধ’ কর্মসূচি পালন করবেন।
স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতা জানান, প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, তার সামনে প্রতিদিন অবস্থান কর্মসূচি ও কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে মুহাম্মদ ইউনূসের ভাষণের সময়েও বাইরে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ কর্মসূচি রাখা হয়েছে। পরদিন ম্যানহাটনের টাইমস স্কয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুস হোটেলে প্রধান উপদেষ্টার মতবিনিময় অনুষ্ঠানের বাইরেও বিক্ষোভ কর্মসূচি পালন করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
নিউইয়র্কে গত ৯ সেপ্টেম্বর (স্থানীয় সময়) বিকেলে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন।
বিশ্বনেতাদের অংশগ্রহণে সবচেয়ে বড় এ আসরের এবারের অধিবেশনের প্রতিপাদ্য: ‘বেটার টুগেদার: এইটি ইয়ারস অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস’ অর্থাৎ ‘একসঙ্গে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের জন্য ৮০ বছর এবং তারও পর’।