জুলাই আন্দোলনে একজন ষড়যন্ত্রকারী ছিলেন এ কথা সত্য নয় বলে দাবি করেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক সভাপতি।
‘একাত্তরের যুদ্ধে কোথায় ছিলেন?’ হাসিনার আইনজীবীকে প্রশ্ন বিচারপতির
আন্দোলনকারীরা রাজাকারের সন্তান বা নাতিপুতি ছিলেন না: সাবেক শিবির নেতা
গোপালগঞ্জের লোকেরা কোটার সুবিধা বেশি পেয়ে থাকেন
সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ে নিহত সৈকতের বোন
তার দাবি, আন্দোলনও কোনো ‘ষড়যন্ত্র’ ছিল না। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরায় এসব কথা বলেন আলী আহসান জুনায়েদ নামের এ সাবেক শিবির নেতা। বর্তমানে তিনি ‘ইউনাইটেডড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামক একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি আওয়ামী লীগ সরকার উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ, এ কথা সত্য নয় বলেও দাবি করেন জুনায়েদ।
সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদকে জেরা করেন আইনজীবী আমির হোসেন।
ষড়যন্ত্র করে, টার্গেট করে জুলাই আন্দোলনে লোকদের হত্যা করা হয়েছে এ কথা সত্য নয় বলে ট্রাইব্যুনালে দাবি করেছেন আলী আহসান জুনায়েদ। জেরার একপর্যায়ে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ‘আন্দোলনে আপনাদের কিছু হলো না কেনো?’ বলে জুনায়েদকে প্রশ্ন করেন। তখন শেখ হাসিনার আইনজীবীর প্রতি একজন বিচারক প্রশ্ন ছুড়ে বলেন, ‘একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ছিলেন কিনা, তাহলে কীভাবে জীবিত ছিলেন?’ আইনজীবী আমির হোসেন জাবাবে বলেন, ‘বয়স ১০ বছরের অধিক ছিল।’ তখন আরেকজন বিচারক বলেন, ‘পাঁচ বছরের আসামিও ছিল তো।’
ফেইসবুক প্রোফাইল লাল করা, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, ১ আগস্টকে ৩২ জুলাই হিসেবে গণনা করার সিদ্ধান্ত, ৩ আগস্ট সরকার পতনের এক দফা কর্মসূচির ঘোষণা এবং মার্চ টু ঢাকাসহ কর্মসূচি তাদের দীর্ঘদিনের লালিত নীলনকশার ফলশ্রুতি নয় বলেও জানান সাবেক এ শিবির নেতা।
আন্দোলনকারীরা রাজাকারের সন্তান বা নাতিপুতি ছিলেন না
রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেনের জেরায় আন্দোলনকারীরা কেউ রাজাকারের সন্তান বা নাতিপুতি ছিলেন না বলেও স্বীকার করেছেন সাক্ষী আলী আহসান জুনায়েদ। জুলাই আন্দোলনে ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার/কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ এ স্লোগান দিয়ে নিজেরাই নিজেদের ছোট করেননি বরং প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের ব্যঙ্গ করে রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বক্তব্য দেয়ার প্রতিবাদে তারা এ স্লোগান দিয়েছেন বলে দাবি করেন তিনি।
গোপালগঞ্জের লোকেরা কোটার সুবিধা বেশি পেয়ে থাকেন
গোপালগঞ্জের লোকেরা কোটার সুবিধা বেশি পেয়ে থাকেন বলে জবানবন্দিতে দেয়া বক্তব্য অসত্য নয় বলে দাবি করেছেন এ মামলার ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদ। গোপালগঞ্জের লোকেরা কোটা সুবিধা বেশি ভোগ করেছেন এ কথার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারবেন কিনা আইনজীবীর এ প্রশ্নের জবাবে এ মুহূর্তে কোনো কাগজপত্র তার কাছে নেই বলে অপরাগতা প্রকাশ করেন এ সাবেক শিবির নেতা।
সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ে নিহত সৈকতের বোন
৪৯তম সাক্ষী হিসেবে সোমবার, ট্রাইবুন্যালে সাক্ষী দিয়েছেন জুলাই আন্দোলনে নিহত মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তিনি নিজেও একজন ‘জুলাই যোদ্ধা’ বলে ট্রাইব্যুনালে দাবি করেছেন।
২০২৪ সালের ২৯ জুলাই আনুমানিক ৩.৪৫-এর দিকে পুলিশ অতি নিকট থেকে তার ভাই সৈকতকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেন সেবন্তী। তিনি তার সাক্ষ্যে বলেন, গ্রামের বাড়ি থেকে তার বাবা নিহত সৈকতের মোবাইলে কয়েক বার ফোন দিলে একজন অপিরিচিত ব্যক্তি সৈকতের ফোন রিসিভ করে, ফোনটির মালিক ‘পুলিশের গুলিতে’ নিহত হয়েছে বলে জানান । উক্ত অপরিচিত ব্যক্তি তাকে দ্রুত হাসপাতালে না আসলে লাশও পাবেন বলে জানিয়েছিলেন।
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের একটি ফোনালাপের কথা উল্লেখ করে এ সাক্ষী বলেন, মেয়র তাপসকে শেখ হাসিনা আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে ‘লেথাল উইপন’ ব্যবহার করে গুলি করে হত্যার নির্দেশ দেন। সেই কথোপকথনে শেখ হাসিনা মোহাস্মদপুর এলাকার কথা উল্লেখ করেন, যেখানে তার ভাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সেবন্তী তার ভাইয়ের হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামনুকে দায়ী করেছেন এবং তাদের ফাঁসির দাবি করেন।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
জুলাই আন্দোলনে একজন ষড়যন্ত্রকারী ছিলেন এ কথা সত্য নয় বলে দাবি করেন ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক এক সভাপতি।
‘একাত্তরের যুদ্ধে কোথায় ছিলেন?’ হাসিনার আইনজীবীকে প্রশ্ন বিচারপতির
আন্দোলনকারীরা রাজাকারের সন্তান বা নাতিপুতি ছিলেন না: সাবেক শিবির নেতা
গোপালগঞ্জের লোকেরা কোটার সুবিধা বেশি পেয়ে থাকেন
সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ে নিহত সৈকতের বোন
তার দাবি, আন্দোলনও কোনো ‘ষড়যন্ত্র’ ছিল না। রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবীর জেরায় এসব কথা বলেন আলী আহসান জুনায়েদ নামের এ সাবেক শিবির নেতা। বর্তমানে তিনি ‘ইউনাইটেডড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) নামক একটি নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের কর্মসূচি আওয়ামী লীগ সরকার উৎখাতের মেটিকুলাস ডিজাইনের অংশ, এ কথা সত্য নয় বলেও দাবি করেন জুনায়েদ।
সোমবার, (২২ সেপ্টেম্বর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদকে জেরা করেন আইনজীবী আমির হোসেন।
ষড়যন্ত্র করে, টার্গেট করে জুলাই আন্দোলনে লোকদের হত্যা করা হয়েছে এ কথা সত্য নয় বলে ট্রাইব্যুনালে দাবি করেছেন আলী আহসান জুনায়েদ। জেরার একপর্যায়ে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী ‘আন্দোলনে আপনাদের কিছু হলো না কেনো?’ বলে জুনায়েদকে প্রশ্ন করেন। তখন শেখ হাসিনার আইনজীবীর প্রতি একজন বিচারক প্রশ্ন ছুড়ে বলেন, ‘একাত্তরের স্বাধীনতা যুদ্ধে ছিলেন কিনা, তাহলে কীভাবে জীবিত ছিলেন?’ আইনজীবী আমির হোসেন জাবাবে বলেন, ‘বয়স ১০ বছরের অধিক ছিল।’ তখন আরেকজন বিচারক বলেন, ‘পাঁচ বছরের আসামিও ছিল তো।’
ফেইসবুক প্রোফাইল লাল করা, মার্চ ফর জাস্টিস, রিমেম্বারিং আওয়ার হিরোজ, ১ আগস্টকে ৩২ জুলাই হিসেবে গণনা করার সিদ্ধান্ত, ৩ আগস্ট সরকার পতনের এক দফা কর্মসূচির ঘোষণা এবং মার্চ টু ঢাকাসহ কর্মসূচি তাদের দীর্ঘদিনের লালিত নীলনকশার ফলশ্রুতি নয় বলেও জানান সাবেক এ শিবির নেতা।
আন্দোলনকারীরা রাজাকারের সন্তান বা নাতিপুতি ছিলেন না
রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেনের জেরায় আন্দোলনকারীরা কেউ রাজাকারের সন্তান বা নাতিপুতি ছিলেন না বলেও স্বীকার করেছেন সাক্ষী আলী আহসান জুনায়েদ। জুলাই আন্দোলনে ‘তুমি কে, আমি কে, রাজাকার, রাজাকার/কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’ এ স্লোগান দিয়ে নিজেরাই নিজেদের ছোট করেননি বরং প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের ব্যঙ্গ করে রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বক্তব্য দেয়ার প্রতিবাদে তারা এ স্লোগান দিয়েছেন বলে দাবি করেন তিনি।
গোপালগঞ্জের লোকেরা কোটার সুবিধা বেশি পেয়ে থাকেন
গোপালগঞ্জের লোকেরা কোটার সুবিধা বেশি পেয়ে থাকেন বলে জবানবন্দিতে দেয়া বক্তব্য অসত্য নয় বলে দাবি করেছেন এ মামলার ৪৮তম সাক্ষী আলী আহসান জুনায়েদ। গোপালগঞ্জের লোকেরা কোটা সুবিধা বেশি ভোগ করেছেন এ কথার পক্ষে কোনো কাগজপত্র দেখাতে পারবেন কিনা আইনজীবীর এ প্রশ্নের জবাবে এ মুহূর্তে কোনো কাগজপত্র তার কাছে নেই বলে অপরাগতা প্রকাশ করেন এ সাবেক শিবির নেতা।
সাক্ষ্য দিয়েছেন জুলাইয়ে নিহত সৈকতের বোন
৪৯তম সাক্ষী হিসেবে সোমবার, ট্রাইবুন্যালে সাক্ষী দিয়েছেন জুলাই আন্দোলনে নিহত মাহামুদুর রহমান সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তী। তিনি নিজেও একজন ‘জুলাই যোদ্ধা’ বলে ট্রাইব্যুনালে দাবি করেছেন।
২০২৪ সালের ২৯ জুলাই আনুমানিক ৩.৪৫-এর দিকে পুলিশ অতি নিকট থেকে তার ভাই সৈকতকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ করেন সেবন্তী। তিনি তার সাক্ষ্যে বলেন, গ্রামের বাড়ি থেকে তার বাবা নিহত সৈকতের মোবাইলে কয়েক বার ফোন দিলে একজন অপিরিচিত ব্যক্তি সৈকতের ফোন রিসিভ করে, ফোনটির মালিক ‘পুলিশের গুলিতে’ নিহত হয়েছে বলে জানান । উক্ত অপরিচিত ব্যক্তি তাকে দ্রুত হাসপাতালে না আসলে লাশও পাবেন বলে জানিয়েছিলেন।
জুলাই আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র তাপসের একটি ফোনালাপের কথা উল্লেখ করে এ সাক্ষী বলেন, মেয়র তাপসকে শেখ হাসিনা আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে ‘লেথাল উইপন’ ব্যবহার করে গুলি করে হত্যার নির্দেশ দেন। সেই কথোপকথনে শেখ হাসিনা মোহাস্মদপুর এলাকার কথা উল্লেখ করেন, যেখানে তার ভাই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।
সেবন্তী তার ভাইয়ের হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামনুকে দায়ী করেছেন এবং তাদের ফাঁসির দাবি করেন।