গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬৩২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত ডেঙ্গুতে ৪৪ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় ১৮৮ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৪ জন, খুলনা বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন।
বয়সভেদে: আক্রান্তদের মধ্যে ৫ বছর বয়সের শিশু ৩৪টি, ৬-১০ বছর বয়সের ৩০ জন, ১১-১৫ বছর বয়সের ৪৫ জন, ১৬-২০ বছর বয়সের ৭১ জন, ২১-২৫ বছর বয়সের ৪৭ জন, ২৫-৩০ বছর ৬৯ জন, ৪১-৪৫ বছর বয়সের ৪৩ জন, ৭৬-৮০ বছর বয়সের ৪ জন, ৮০ বছর বয়সের ২ জন। এভাবে প্রতিদিন নানা বয়সের মানুষ এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন, আবার মারাও যাচ্ছেন।
হাসপাতালের তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন ভর্তি আছে। মিটফোর্ড হাসপাতালে ৪৯ জন, সোহ্রাওয়ার্দী হাসপাতালে ৫২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪২ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১১৮ জন ভর্তি আছে। রাজধানীর ১৮টি সরকারি হাসপাতালে এখনও ৫৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এখনও ২০৬২ জন ভর্তি আছে।
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬৩২ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা দক্ষিণ সিটিতে ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার, (২৫ সেপ্টেম্বর ২০২৫) পর্যন্ত ডেঙ্গুতে ৪৪ হাজার ৪৭৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আর চিকিৎসাধীন অবস্থায় ১৮৮ জন মারা গেছেন।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগে ১০১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৪ জন, খুলনা বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৫৬ জন।
বয়সভেদে: আক্রান্তদের মধ্যে ৫ বছর বয়সের শিশু ৩৪টি, ৬-১০ বছর বয়সের ৩০ জন, ১১-১৫ বছর বয়সের ৪৫ জন, ১৬-২০ বছর বয়সের ৭১ জন, ২১-২৫ বছর বয়সের ৪৭ জন, ২৫-৩০ বছর ৬৯ জন, ৪১-৪৫ বছর বয়সের ৪৩ জন, ৭৬-৮০ বছর বয়সের ৪ জন, ৮০ বছর বয়সের ২ জন। এভাবে প্রতিদিন নানা বয়সের মানুষ এডিস মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন, আবার মারাও যাচ্ছেন।
হাসপাতালের তথ্যমতে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১১৩ জন ভর্তি আছে। মিটফোর্ড হাসপাতালে ৪৯ জন, সোহ্রাওয়ার্দী হাসপাতালে ৫২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৯ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪২ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১১৮ জন ভর্তি আছে। রাজধানীর ১৮টি সরকারি হাসপাতালে এখনও ৫৭৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে এখনও ২০৬২ জন ভর্তি আছে।