বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে দেওয়া বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ভোর ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া খুলনায় ২০ ও কুতুবদিয়ায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোণা ও টাঙ্গাইলে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার সকালে দেওয়া বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, ভারতের উড়িষ্যা-অন্ধ্র উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও পাশের পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপ ভোর ৬টার দিকে সুস্পষ্ট লঘুচাপে রূপ নেয়। এটি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামে কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনার কয়রায় সর্বোচ্চ ৪৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া খুলনায় ২০ ও কুতুবদিয়ায় ১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নেত্রকোণা ও টাঙ্গাইলে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।