ডেঙ্গুতে আরও ৭৫৫ জন হাসপাতালে, মৃত্যু ১
দেশের সকল সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএসআই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।
এমতাবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে, রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএসআই পরীক্ষা আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিব গতকাল বুধবার এই আদেশে স্বাক্ষর করেছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫পর্যন্ত ডেঙ্গুতে ৫৭ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪৩ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে-বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে ১৮৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৮ জন, খুলনা বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ২ জন আক্রান্ত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার তার এক প্রতিবেদনে আগেই বলেছিলেন, এডিস মশা দমনে জরুরি ব্যবস্থা না নিলে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হবে। বিশেষজ্ঞরা গবেষণায় বলেছে, অক্টোবরে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। কারণ বাংলাদেশের ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব এই মুহূর্তে ডেঙ্গু ছড়ানোর উপযোগী মাত্রায় রয়েছে।
ডেঙ্গুতে আরও ৭৫৫ জন হাসপাতালে, মৃত্যু ১
বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
দেশের সকল সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএসআই পরীক্ষা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।
এমতাবস্থায় হাসপাতালের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহির্বিভাগে, রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এনএসআই পরীক্ষা আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিব গতকাল বুধবার এই আদেশে স্বাক্ষর করেছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৭৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫পর্যন্ত ডেঙ্গুতে ৫৭ হাজার ৭৭০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪৩ জনের মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে-বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৯৮ জন, ঢাকা বিভাগে ১৮৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৮ জন, খুলনা বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রংপুর বিভাগে ৬ জন ও সিলেট বিভাগে ২ জন আক্রান্ত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ববিদ কবিরুল বাশার তার এক প্রতিবেদনে আগেই বলেছিলেন, এডিস মশা দমনে জরুরি ব্যবস্থা না নিলে অক্টোবর মাসে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হবে। বিশেষজ্ঞরা গবেষণায় বলেছে, অক্টোবরে ডেঙ্গুর সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। কারণ বাংলাদেশের ডেঙ্গুর বাহক এডিস মশার ঘনত্ব এই মুহূর্তে ডেঙ্গু ছড়ানোর উপযোগী মাত্রায় রয়েছে।