সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম, যার বায়ুমান সূচক (একিউআই) ১৫৫—অস্বাস্থ্যকর মাত্রায়। তবে ঢাকার চেয়ে দেশের দুই বিভাগীয় শহর রাজশাহী ও খুলনার বায়ুর মান আরও খারাপ। রাজশাহীর বায়ুমান ১৬৫ এবং খুলনার ১৫৯।
দেশের অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে রংপুরে বায়ুমান ১৩৬, ময়মনসিংহে ১০৮, বরিশালে ১০৬, সিলেটে ৮১ এবং চট্টগ্রামে ৭৪।
বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ৩৪২।
ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষণ দেখা গেছে মিরপুরের পল্লবীতে, যার স্কোর ১৯৩। অন্যান্য দূষণপ্রবণ এলাকা হলো কল্যাণপুর, ইস্টার্ন হাউজিং, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও বে’জ এজ ওয়াটার এলাকা।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজকের বায়ু পরিস্থিতিতে নগরবাসীকে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে, জানালা বন্ধ রাখতে এবং বাইরে ব্যায়াম এড়িয়ে চলতে বলা হয়েছে।
বায়ুদূষণের প্রভাব সম্পর্কে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) জানিয়েছে, দূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে। বিশ্বে সবচেয়ে দূষিত দেশ হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে তাদের ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই)’ প্রতিবেদনে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে শুধু বায়ুদূষণেই বাংলাদেশে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু হয়, যা দেশের মোট মৃত্যুের ৫৫ শতাংশ। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৭ দশমিক ৬ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতিও হয় সেই বছরে।
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে বিশ্বের ১২৭টি শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম, যার বায়ুমান সূচক (একিউআই) ১৫৫—অস্বাস্থ্যকর মাত্রায়। তবে ঢাকার চেয়ে দেশের দুই বিভাগীয় শহর রাজশাহী ও খুলনার বায়ুর মান আরও খারাপ। রাজশাহীর বায়ুমান ১৬৫ এবং খুলনার ১৫৯।
দেশের অন্যান্য বিভাগীয় শহরের মধ্যে রংপুরে বায়ুমান ১৩৬, ময়মনসিংহে ১০৮, বরিশালে ১০৬, সিলেটে ৮১ এবং চট্টগ্রামে ৭৪।
বায়ুদূষণে আজ শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ, যার স্কোর ৩৪২।
ঢাকার মধ্যে সবচেয়ে বেশি দূষণ দেখা গেছে মিরপুরের পল্লবীতে, যার স্কোর ১৯৩। অন্যান্য দূষণপ্রবণ এলাকা হলো কল্যাণপুর, ইস্টার্ন হাউজিং, পুরান ঢাকার বেচারাম দেউড়ি ও বে’জ এজ ওয়াটার এলাকা।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজকের বায়ু পরিস্থিতিতে নগরবাসীকে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরতে, জানালা বন্ধ রাখতে এবং বাইরে ব্যায়াম এড়িয়ে চলতে বলা হয়েছে।
বায়ুদূষণের প্রভাব সম্পর্কে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (ইপিআইসি) জানিয়েছে, দূষণের কারণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে সাড়ে পাঁচ বছর কমছে। বিশ্বে সবচেয়ে দূষিত দেশ হিসেবে বাংলাদেশকে উল্লেখ করা হয়েছে তাদের ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (একিউএলআই)’ প্রতিবেদনে।
বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, ২০১৯ সালে শুধু বায়ুদূষণেই বাংলাদেশে ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষের অকালমৃত্যু হয়, যা দেশের মোট মৃত্যুের ৫৫ শতাংশ। একই সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৭ দশমিক ৬ শতাংশ সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতিও হয় সেই বছরে।