স্ত্রীর ক্যান্সারের কথা বললেও জামিন নামঞ্জুর কোনাবাড়ী থানার ওসির
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ১১ ডিসেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালাত। স্ত্রীর ক্যান্সারের মেডিকেল রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করে কে এম আশরাফের আইনজীবী তার জামিন চাইলেও ‘জামিন পাওয়ার জন্য পর্যাপ্ত নয়’ বলে জামিন আবেদন নামঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।
রোববার, (২৬ অক্টোবর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গুম-খুনের এ মামলার ১১ আসামির মধ্যে ৪ আসামির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি। এ মামলায় আজ (রোববার,) মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, ‘গুমের অভিযোগে একটি বিবিধ মামলা (মিস কেস) অনেক দিন ধরে চলছে। এ মামলায় ইতোমধ্যে দুটি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এ দুটি মামলায় ২৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। আরেকটি অংশের (রোববার, যে মামলার শুনানি হয়েছে) তদন্ত চলছে। সেই তদন্তও শেষ পর্যায়ে আছে। আজকের (রোববার,) এ মামলায় কিছু আসামির নাম ওই দুটি মামলায় আসামি হিসেবে চলে এসেছে। তাই তাদের আর এই মামলায় যুক্ত করা হবে না।’
এর আগে গাজীপুরের কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিনের আইনজীবী স্ত্রীর ক্যান্সার চিহ্নিত হওয়ার মেডিকেল রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করে তার জামিন মঞ্জুরের আবেদন করেন। প্রসিকিউশন এই আবেদনের বিরোধিতা করে ওসি কে এম আশরাফ কোনাবাড়ী থানার হৃদয় নামে এক তরুণকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়ার মূল পরিকল্পনাকারী বলে দাবি করে সহকারী প্রসিকিউটর এমএইচ তামীম। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ‘জামিন পাওয়ার জন্য পর্যাপ্ত কারণ নয়’ বলে জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২৪ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন কোনাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হৃদয় মিয়া (২০)। লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন হৃদয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলা দায়ের করা হয়।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
স্ত্রীর ক্যান্সারের কথা বললেও জামিন নামঞ্জুর কোনাবাড়ী থানার ওসির
রোববার, ২৬ অক্টোবর ২০২৫
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত গুম-খুনের ঘটনায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। আগামী ১১ ডিসেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিনের জামিন নামঞ্জুর করেছে আদালাত। স্ত্রীর ক্যান্সারের মেডিকেল রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করে কে এম আশরাফের আইনজীবী তার জামিন চাইলেও ‘জামিন পাওয়ার জন্য পর্যাপ্ত নয়’ বলে জামিন আবেদন নামঞ্জুর করেছে ট্রাইব্যুনাল।
রোববার, (২৬ অক্টোবর ২০২৫) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দিয়েছেন। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এর অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
গুম-খুনের এ মামলার ১১ আসামির মধ্যে ৪ আসামির নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান। বাকি আসামিদের নাম প্রকাশ করা হয়নি। এ মামলায় আজ (রোববার,) মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, ‘গুমের অভিযোগে একটি বিবিধ মামলা (মিস কেস) অনেক দিন ধরে চলছে। এ মামলায় ইতোমধ্যে দুটি ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এ দুটি মামলায় ২৫ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে। আরেকটি অংশের (রোববার, যে মামলার শুনানি হয়েছে) তদন্ত চলছে। সেই তদন্তও শেষ পর্যায়ে আছে। আজকের (রোববার,) এ মামলায় কিছু আসামির নাম ওই দুটি মামলায় আসামি হিসেবে চলে এসেছে। তাই তাদের আর এই মামলায় যুক্ত করা হবে না।’
এর আগে গাজীপুরের কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিনের আইনজীবী স্ত্রীর ক্যান্সার চিহ্নিত হওয়ার মেডিকেল রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করে তার জামিন মঞ্জুরের আবেদন করেন। প্রসিকিউশন এই আবেদনের বিরোধিতা করে ওসি কে এম আশরাফ কোনাবাড়ী থানার হৃদয় নামে এক তরুণকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়ার মূল পরিকল্পনাকারী বলে দাবি করে সহকারী প্রসিকিউটর এমএইচ তামীম। আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ‘জামিন পাওয়ার জন্য পর্যাপ্ত কারণ নয়’ বলে জামিন আবেদন নামঞ্জুর করে আগামী ২৪ নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে।
গত বছরের ৫ আগস্ট সরকার পতনের দিন কোনাবাড়ী এলাকায় গুলিতে নিহত হন টাঙ্গাইলের হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র হৃদয় মিয়া (২০)। লেখাপড়ার পাশাপাশি কোনাবাড়ী এলাকায় বসবাস করে অটোরিকশা চালাতেন হৃদয়। এ ঘটনায় নিহতের ফুফাতো ভাই মো. ইব্রাহীম বাদী হয়ে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা করেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলা দায়ের করা হয়।