ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ১১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৬৫ হাজার ৪৪০ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ২৬৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে- বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২ জন, ঢাকা উত্তরে ১৬৫ জন, ঢাকা দক্ষিণে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন, সিলেট বিভাগে ৪ জন। এভাবে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নিহত ৪ জনের মধ্যে ২ জন বরিশালে, ১ জন ঢাকা দক্ষিণে ও ১ জন রাজশাহীতে আক্রান্ত হয়েছে।
হাসপাতালের তথ্য মতে আক্রান্তদের মধ্যে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫২ জন, মিটফোর্ড হাসপাতালে ৩৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪২ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১৫৬ জন ভর্তি আছে। এভাবে রাজধানীর ১৮টি হাসপাতালে এখনও ৭৫৯ জন ভর্তি আছে। সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখনও ২৭৩৩ জন ভর্তি আছে।
বিনা পয়সায় ডেঙ্গু টেস্ট সম্পর্কে শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তার সংবাদকে জানান, বিনা পয়সায় ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর তা কার্যকর হয়েছে। সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হয়।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহিঃবিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করার জন্য অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৬ অক্টোবর ২০২৫
ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরও ১১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৬৫ হাজার ৪৪০ জন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ২৬৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে- বরিশাল বিভাগে ১৮৬ জন, চট্টগ্রাম বিভাগে ১২১ জন, ঢাকা বিভাগে ২৮২ জন, ঢাকা উত্তরে ১৬৫ জন, ঢাকা দক্ষিণে ১৫৪ জন, খুলনা বিভাগে ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রংপুর বিভাগে ৫০ জন, সিলেট বিভাগে ৪ জন। এভাবে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। নিহত ৪ জনের মধ্যে ২ জন বরিশালে, ১ জন ঢাকা দক্ষিণে ও ১ জন রাজশাহীতে আক্রান্ত হয়েছে।
হাসপাতালের তথ্য মতে আক্রান্তদের মধ্যে- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫২ জন, মিটফোর্ড হাসপাতালে ৩৬ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪২ জন, মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে ১৫৬ জন ভর্তি আছে। এভাবে রাজধানীর ১৮টি হাসপাতালে এখনও ৭৫৯ জন ভর্তি আছে। সারাদেশের হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে এখনও ২৭৩৩ জন ভর্তি আছে।
বিনা পয়সায় ডেঙ্গু টেস্ট সম্পর্কে শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপ-পরিচালক ডা. আয়শা আক্তার সংবাদকে জানান, বিনা পয়সায় ডেঙ্গুর এনএস-১ পরীক্ষা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর তা কার্যকর হয়েছে। সব সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হয়।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে দেশের সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগ, আন্তঃবিভাগ ও বহিঃবিভাগে রেজিস্ট্রেশনকৃত রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডেঙ্গু পরীক্ষা করার নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বিনামূল্যে করার জন্য অর্থ বিভাগ সম্মতি জ্ঞাপন করেছে।