দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর সিলেট থেকে ছেড়ে গেছে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি। গতকাল বিকেল ৪টা ১০ মিনিটের সময় বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরে দুর্ঘটনা কবলিত বিমানটিও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
লন্ডনগামী ফ্লাইট সিলেট ছাড়ার তথ্য জানিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি বিমান এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশে রওয়ানা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও লন্ডনের ফ্লাইটটি দীর্ঘ হওয়ায় বিমানটিকে পর্যবেক্ষণ করা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি বিমান এনে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট ছেড়ে যায় ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
দুর্ঘটনার সাড়ে পাঁচ ঘণ্টা পর সিলেট থেকে ছেড়ে গেছে লন্ডনগামী বিজি-২০১ ফ্লাইটটি। গতকাল বিকেল ৪টা ১০ মিনিটের সময় বিকল্প উড়োজাহাজে করে ২৬২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে সিলেট ছেড়ে যায়। এর কিছুক্ষণ পরে দুর্ঘটনা কবলিত বিমানটিও ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
লন্ডনগামী ফ্লাইট সিলেট ছাড়ার তথ্য জানিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার পর ঢাকা থেকে একটি বিমান এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশে রওয়ানা হয়েছে। তিনি বলেন, দুর্ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি না হলেও লন্ডনের ফ্লাইটটি দীর্ঘ হওয়ায় বিমানটিকে পর্যবেক্ষণ করা হবে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির ইঞ্জিনে বোর্ডিং ব্রিজের ধাক্কা লাগায় নিরাপত্তার স্বার্থে বিমানটি পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়া হয়। ফলে বিজি-২০১ ফ্লাইটটি বাতিল করা হয়। বিকল্প হিসেবে ঢাকা থেকে আরেকটি বিমান এনে এবং দুপুর আড়াইটার দিকে যাত্রীদের সেই ফ্লাইটে লন্ডনে পাঠানোর কথা থাকলেও শেষ পর্যন্ত বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট ছেড়ে যায় ফ্লাইটটি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।