ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি অক্টোবরের মধ্যে ১৮ বছর বয়সীদের ভোটার তালিকায় যুক্ত করার কাজ শেষে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ হালনাগাদের এ তালিকায় ভোটার হিসাবে যুক্ত হবেন আরও ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
রোববার, (০২ নভেম্বর ২০২৫) এ তথ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে নতুন যুক্ত হয়েছেন তারা। আপত্তি-নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হবে। তার মতে, নতুনদের নিয়ে এখন দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি।
আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি গঠন করা হয়, যাদের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধের এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে। এ নির্বাচনকে সামনে রেখে এর আগে এ বছরের ২ মার্চ এক দফা ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এরপর গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় দফা হালনাগাদ চলে; এতে বাদ পড়া ও ১৮ বছরের বেশি বয়সীদের অন্তভর্ভুক্ত করা হয়। এটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় আগস্টে।
তৃতীয় ধাপের হালনাগাদে বাদ পড়া এবং ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদের যুক্ত করা হয়। এ সংখ্যা ১৩ লাখের বেশি বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
রোববার, ইসি সচিব আখতার আহমেদ জানান, সবমিলিয়ে এখন দেশে ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর নিবন্ধন অ্যাপ উন্মোচন করার তথ্য দেন ইসি সচিব আখতার। নিবন্ধন অ্যাপের কার্যক্রম শুরুর উদ্বোধন অনুষ্ঠানে কোন সময় পর্যন্ত নিবন্ধন করা যাবে তা জানানো হবে বলে জানান আখতার আহমেদ।
এরইমধ্যে প্রবাসী বাংলাদেশিদের এনআইডিসেবা ১১টি দেশের ২১টি অফিসে চলমান থাকার তথ্য দিয়ে সচিব বলেন, তারা ভোটার হওয়ার পর নিবন্ধন করলে ভোট দিতে পারবেন।
পাশাপাশি প্রবাসী ভোটাররা অ্যাপে নিবন্ধন করলে তারাও ভোট দিতে পারবেন। কম বয়সীরা এনআইডি পেলেও তাদের ভোট দেয়ার সুযোগ না থাকার বিষয়টি স্পষ্ট করেন ইসি সচিব। দেশে ও প্রবাসে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন না তারা। এনআইডি পেলেও কম বয়সীদের ভোট দেয়ার সুযোগ নেই।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
রোববার, ০২ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি অক্টোবরের মধ্যে ১৮ বছর বয়সীদের ভোটার তালিকায় যুক্ত করার কাজ শেষে খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ হালনাগাদের এ তালিকায় ভোটার হিসাবে যুক্ত হবেন আরও ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন।
রোববার, (০২ নভেম্বর ২০২৫) এ তথ্য দিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনে ব্রিফিংয়ে জানান, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হালনাগাদ কার্যক্রমে নতুন যুক্ত হয়েছেন তারা। আপত্তি-নিষ্পত্তি শেষে ১৮ নভেম্বর চূড়ান্ত এ তালিকা প্রকাশ করা হবে। তার মতে, নতুনদের নিয়ে এখন দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখেরও বেশি।
আওয়ামী লীগ সরকার ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসি গঠন করা হয়, যাদের অধীনে ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধের এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ডিসেম্বরের প্রথমার্ধে। এ নির্বাচনকে সামনে রেখে এর আগে এ বছরের ২ মার্চ এক দফা ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এরপর গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় দফা হালনাগাদ চলে; এতে বাদ পড়া ও ১৮ বছরের বেশি বয়সীদের অন্তভর্ভুক্ত করা হয়। এটির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় আগস্টে।
তৃতীয় ধাপের হালনাগাদে বাদ পড়া এবং ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর হয়েছে তাদের যুক্ত করা হয়। এ সংখ্যা ১৩ লাখের বেশি বলে নিশ্চিত করেছে নির্বাচন কমিশন।
রোববার, ইসি সচিব আখতার আহমেদ জানান, সবমিলিয়ে এখন দেশে ভোটার সংখ্যা দাঁড়াবে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৩০ জন। এবার প্রবাসী বাংলাদেশিদের ভোট নিশ্চিত করতে পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। প্রবাসে থাকা ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ নিবন্ধন অ্যাপে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর নিবন্ধন অ্যাপ উন্মোচন করার তথ্য দেন ইসি সচিব আখতার। নিবন্ধন অ্যাপের কার্যক্রম শুরুর উদ্বোধন অনুষ্ঠানে কোন সময় পর্যন্ত নিবন্ধন করা যাবে তা জানানো হবে বলে জানান আখতার আহমেদ।
এরইমধ্যে প্রবাসী বাংলাদেশিদের এনআইডিসেবা ১১টি দেশের ২১টি অফিসে চলমান থাকার তথ্য দিয়ে সচিব বলেন, তারা ভোটার হওয়ার পর নিবন্ধন করলে ভোট দিতে পারবেন।
পাশাপাশি প্রবাসী ভোটাররা অ্যাপে নিবন্ধন করলে তারাও ভোট দিতে পারবেন। কম বয়সীরা এনআইডি পেলেও তাদের ভোট দেয়ার সুযোগ না থাকার বিষয়টি স্পষ্ট করেন ইসি সচিব। দেশে ও প্রবাসে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেয়া হচ্ছে। এ ক্ষেত্রে ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন না তারা। এনআইডি পেলেও কম বয়সীদের ভোট দেয়ার সুযোগ নেই।